বেড়েছে জিপিএ-৫ এর সংখ্যা, এগিয়ে ছেলেরা

ফল প্রকাশগতবারের চেয়ে এবার জিপিএ-৫ এর সংখ্যা বেড়েছে। এবার এসএসসি ও সমমানের পরীক্ষায় মোট জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ১০ হাজার ৬২৯ জন শিক্ষার্থী। গতবছর এই সংখ্যা ছিল ১ লাখ চার হাজার ৭৬১ জন। অর্থাৎ এবার প্রায় ৬ হাজার জিপিএ-৫ এর সংখ্যা বেড়েছে। এক্ষেত্রে ছেলেদের তুলনায় মেয়েরা এগিয়ে।

রবিবার (৬ মে) দুপুর ১টায় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলনে বিস্তারিত ফলাফল তুলে ধরেন। এসময় শিক্ষা বোর্ড ও মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

চলতি বছরে ১০ শিক্ষা বোর্ড থেকে ১০ লাখ ২২ হাজার ৩২০ জন ছাত্র পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে পাস করেছে ৭ লাখ ৮৪ হাজার ২৪৫ জন। ছেলেদের পাসের হার ৭৬.৭১ শতাংশ। আর মেয়েদের পাসের হার ৭৮.৮৫ শতাংশ। ছেলেদের তুলনায় মেয়েদের গড় পাসের হার ২.১৪ শতাংশ বেশি।

জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের মধ্যে ছাত্র ৫৫ হাজার ৭০১ জন। আর ছাত্রী ৫৪ হাজার ৯২৮ জন। এখানে ছাত্ররা ছাত্রীদের চেয়ে এগিয়ে।

২০১৬ সালে জিপিএ-৫ পেয়েছিল ১ লাখ ৯ হাজার ৭৬১ জন। ২০১৭ সালে ৫ হাজার কমে ১ লাখ চার হাজার ৭৬১ জন জিপিএ-৫ পেয়েছিল।

আরও খবর:

টানা তিনবার এগিয়ে মেয়েরা

‘অকৃতকার্য হলে বকাঝকা দিয়ে লাভ নেই, অনুপ্রাণিত করতে হবে’

প্রধানমন্ত্রীর কাছে ফল হস্তান্তর, এসএসসিতে পাসের হার ৭৭.৭৭