মহাকাশে যাচ্ছে ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু’






যুক্তরাষ্ট্রে তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম
মহাকাশে যাচ্ছে ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু’ স্লোগান। এই স্লোগান বহন করে নিয়ে যাচ্ছে দেশের প্রথম স্যাটেলাই বঙ্গবন্ধু -১। তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম এই তথ্য জানিয়েছেন।  




তারানা হালিম বলেন, ‘আমি যখন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের প্রতিমিন্ত্রী হিসেবে স্যাটেলাইটটি সর্বশেষ (নির্মাণ শেষে) দেখতে আসি তখন থ্যালেস অ্যালেনিয়া বলে স্যাটেলাইটের গায়ে নাম লিখে সই করতে। আমি তাদের বলি সই করার একমাত্র অধিকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার। কিন্তু ওরা আমাকে কিছু একটা লিখতে বলে। তখন আমি জাতির জনক বঙ্গবন্ধুর কথা স্মরণ করে এটি (জয় বাংলা জয় বঙ্গবন্ধু) হাতে লিখে দেই। সেই লেখাটি স্যাটেলাইটের গায়ে থাকছে।’
তিনি আবেগাপ্লুত হয়ে বলেন, ‘যেখানে মানুষ পৌঁছাতে পারে না, যা অসীম মহাশূন্য সেখানেও পৌঁছে যাবে বঙ্গবন্ধুর নাম।’ 
এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, ‘স্যাটেলাইটের সঙ্গে কোনও পতাকা থাকছে না। এমনকি পতাকার নকশাও থাকছে না। সামাজিক যোগাযোগ মাধ্যম ও অনলাইনে বাংলাদেশের পতাকাওয়ালা যে ছবিটি বঙ্গবন্ধু স্যাটেলাইটের ছবি হিসেবে ঘুরে বেড়াচ্ছে সেটা আসল ছবি নয়। স্যাটেলাইটের গায়ে এমন কিছু থাকছে না।’
শতভাগ পরীক্ষা নিরীক্ষার পরে এবং পরীক্ষগুলোয় সফল হয়েই স্যাটেলাইট মহাকাশে পাঠানো হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ‘যারা বলছেন দেরি হয়েছে, তারা আসলে না বুঝেই বলছেন। কারণ কারিগরি বিষয়ে পরীক্ষা নিরীক্ষাটা আগে।’

আরও পড়ন- উৎক্ষেপণের জন্য প্রস্তুত বঙ্গবন্ধু স্যাটেলাইট, উড়বে আজই