নির্দিষ্ট সময়সীমা দিয়ে এ ধরনের চুক্তি হয় না: তিস্তাচুক্তি প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী (ফাইল ছবি: সংগৃহীত)তিস্তাচুক্তির বিষয়টির অগ্রগতি হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী।  তিনি বলেন, ‘নির্দিষ্ট সময়সীমা দিয়ে এ ধরনের চুক্তি হয় না।’  প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগামী ২৫ মে দুই দিনের ভারত সফর উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বুধবার (২৩ মে) তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরকালে তিস্তা চুক্তি নিয়ে আলোচনা থাকবে কিনা, জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘অগ্রগতি হচ্ছে, যথাসময়েই জানতে পারবেন।’
কবে নাগাদ এই চুক্তি হতে পারে—এমন প্রশ্নের জবাবে মাহমুদ আলী বলেন, ‘নির্দিষ্ট সময়সীমা দিয়ে এ ধরনের চুক্তি হয় না।’
প্রসঙ্গত, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দু’দিনের সফরে ভারত যাচ্ছেন। দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে আগামী ২৫/২৬ মে এই সফরে যাচ্ছেন তিনি। সফরকালে প্রধানমন্ত্রী কলকাতার শান্তিনিকেতনে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ ভবন উদ্বোধন করবেন। বুধবার (২৩ মে) এই উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলী এ তথ্য জানান।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ ভবন উদ্বোধন অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে।’

পররাষ্ট্রমন্ত্রী আরও জানান, আগামী ২৬ মে পশ্চিমবঙ্গের আসানসোলে অবস্থিত কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে এক সমাবর্তন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ডিলিট উপাধিতে ভূষিত করা হবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সফরসঙ্গীরা আগামী ২৬ মে ঢাকায় প্রত্যাবর্তন করবেন বলেও পররাষ্ট্রমন্ত্রী জানান।