অল্পের জন্য দুর্ঘটনা থেকে রক্ষা

ট্রেনের ধাক্কায় ক্ষতিগ্রস্ত বাসটিরেলক্রসিংয়ের সিগন্যাল উপেক্ষা করেই রাজধানীর মালিবাগে মোড় ঘুরতে যাচ্ছিল একটি স্টাফ বাস। হঠাৎ রেললাইনের ওপরই আটকে যায় বাসটি। চলন্ত ট্রেনের ধাক্কায় বাসের সামনের অংশ ভেঙে যায়। তবে কোনও হতাহতের ঘটনা ঘটেনি।

শনিবার (২৬ মে) ভোর সাড়ে ৫ টার দিকে এ ঘটনা ঘটে। বাসটিতে ৭-৮ জন যাত্রী ছিল বলে জানা গেছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে রেলওয়ে পুলিশ দ্রুত বাসটি সরিয়ে ফেলে। বাসটির চালক পালিয়েছে বলে জানিয়েছে পুলিশ। 

ঢাকা রেলওয়ে থানার (কমলাপুর) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসিন ফারুক বাংলা ট্রিবিউনকে বলেন, শনিবার ভোরে মালিবাগ রেলক্রসিংয়ে সিগন্যাল পড়ার পর একটি মিনি বাস রেললাইন পার হয়ে মোড় ঘুরতে গেলে বাসটি আটকে যায়। এসময় চট্টগ্রাম থেকে নিশিথা এক্সপ্রেসের ট্রেন চলে আসায় ওই বাসের চালক দ্রুত নেমে যায় এবং যাত্রীরাও নেমে যায়। ট্রেনের সামনের অংশে পাইপের সঙ্গে লেগে বাসটির সামনের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়। তবে হতাহতের ঘটনা ঘটেনি। 

33528384_10216696268145926_2448921392184295424_n

বাসটি বর্তমানে থানায় জব্দ করে রাখা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। 

প্রত্যক্ষদর্শীরা জানায়, চালকের ভুলের কারণে এমন ঘটনা ঘটেছে। ভোর ৫টা ২০ এর দিকে মালিবাগ রেলগেটে ট্রেন আসার জন্য সিগন্যাল ফেলা হয়। ওই সময় বাসটি অসতর্কতাবশত সিগন্যাল ঘুরতে গেলে রেললাইনের ওপরে বাসটি আটকে যায়। তখন বাস ও যাত্রীদের রেখে চালক নেমে পরে। পরে যাত্রীরাও নেমে যায়।