‘জেনেভা ক্যাম্প থেকে আটক ৩৫০ জন মুক্ত, সাজা হতে পারে ১৫০ জনের’

 







র‌্যাবের হেফাজতে আটক হওয়া কয়েকজনরাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প থেকে আটক নিরাপরাধ সবাইকে যাচাইবাছাই শেষে ছেড়ে দেওয়া হয়েছে। বাকিদের মোবাইল কোর্টের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হচ্ছে।




শনিবার (২৬ মে) বিকালে আটক করা ব্যক্তিদের তথ্য যাচাইবাছাই করে ছেড়ে দেওয়া হয় বলে জানান র‌্যাব-২-এর অধিনায়ক আনোয়ার উজ জামান।
আনোয়ার উজ জামান বলেন, ‘প্রায় সাড়ে ৩০০ ব্যক্তিকে ছেড়ে দেওয়া হয়েছে, তাদের বিরুদ্ধে কোনও অভিযোগ পাওয়া যায়নি। তাদের বিষয়ে তথ্য যাচাইবাছাই করে ছেড়ে দেওয়া হয়েছে। বাকিদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অপরাধ অনুযায়ী শাস্তি দেওয়া হচ্ছে।’
র‌্যাব-২-এর সামনে জেনেভা ক্যাম্প থেকে আটকদের স্বজনদের ভিড়তিনি বলেন, ‘তিনজন ম্যাজিস্ট্রেট মোবাইল কোর্ট পরিচালনা করছেন।’ আটক করা ব্যক্তিদের মধ্যে দেড়শ’ জনের সাজা হতে পারে বলেও মন্তব্য করেন তিনি।
র‌্যাব-২-এর সিও বলেন, ‘আমরা প্রায় ১৫ হাজার পিস ইয়াবা এবং ১০০ কেজি গাঁজা জব্দ করেছি। অভিযুক্তদের মধ্যে তিন বা চারজন নারীও রয়েছেন। অভিযুক্তদের মোবাইল কোর্টে সাজা দেওয়ার পাশাপাশি অনেকের বিরুদ্ধে নিয়মিত মামলাও হবে।’

আরও পড়ুন: জেনেভা ক্যাম্পে র‍্যাবের মাদকবিরোধী অভিযান, আটক শতাধিক