প্রথম কর্মদিবসে ফাঁকা সচিবালয়

সচিবালয় (ফাইল ফটো)ঈদুল ফিতরের ছুটি শেষ শেষ হলেও এখন পর্যন্ত  ছুটির ইমেজ কাটেনি। ছুটির পর আজ সোমবার (১৮ জুন) প্রথম কর্মদিবস। এদিন প্রশাসনের কেন্দ্রবিন্দু সচিবালয় ও ঢাকার অফিসপাড়ায় কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি ছিল খুবই কম।
সচিবালয়ে যথারীতি সকাল ৯টা থেকে অফিস শুরু হয়েছে। তবে সকাল ১০টা পর্যন্ত সেখানে উপস্থিতির সংখ্যা ছিল মাত্র ২০ শতাংশ। এখন পর্যন্ত কোনও মন্ত্রী সচিবালয়ে এসে পৌঁছায়নি। তবে ১০টার পর তারা আসতে শুরু করবেন বলে জানা গেছে।
জানা গেছে, সোমবার বেলা ১১টায় তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু সচিবালয়ে এসে তার কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন। বেলা ১২টায় ঈদ শুভেচ্ছা বিনিময় করবেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
এদিকে অফিস-আদালতে উপস্থিতি কমের পাশাপাশি রাজধানীর রাস্তাঘাট এখনও বেশ ফাঁকা। যানবাহন, মানুষের কোলাহলও কম। ঢাকা পুরোপুরি আগের ব্যস্ততায় ফিরতে আরও কয়েকদিন সময় লাগবে বলেই ধারণা করা হচ্ছে।