আতঙ্ক, আশঙ্কার পরও স্বস্তিদায়ক হয়েছে ঈদযাত্রা: সেতুমন্ত্রী

মন্ত্রণালয়ে ওবায়দুল কাদেরঈদযাত্রা নির্বিঘ্ন করতে অনেক কষ্ট করতে হয়েছে। তারপরই ঈদযাত্রা স্বস্তিদায়ক হয়েছে বলে মন্তব্য করেছেন সড়ক, পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘ঈদযাত্রা নির্বিঘ্ন করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, হাইওয়ে পুলিশ, র‍্যাব সবাই সহযোগিতা করেছেন। এজন্য তাদের সবাইকে ধন্যবাদ।’

সোমবার (১৮ জুন) সচিবালয়ে নিজ কার্যালয়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়কালে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

সেতুমন্ত্রী বলেন, ‘ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকারের প্রস্তুতি ও ব্যবস্থাপনা বেটার করতে পেরেছি। অনেক আশঙ্কা, আতঙ্কের পরও ঈদযাত্রা যে এতটা স্বস্তিদায়ক হবে ভাবিনি। সরকারের প্রচেষ্টার সঙ্গে জনপ্রতিনিধিরাও যুক্ত ছিলেন।’

তিনি আরও বলেন, ‘গত কয়েক বছরের তুলনায় এ বছর দুর্ঘটনায় মৃত্যুর হার কমেছে। এ বছর সব মিলিয়ে ৬০-৬৫ জন মারা গেছেন। সংখ্যার দিক দিয়ে সবচেয়ে বড় ছিল গতকাল রাতে (রবিবার) নীলফামারীর দুর্ঘটনা।’