এমপি পুত্রের গাড়ি চাপায় রাজধানীতে নিহত ১

নিহত সেলিম ব্যাপারীরাজধানীর মহাখালী ফ্লাইওভারে নোয়াখালীর এক সংসদ সদস্যের ছেলের গাড়ির চাপায় সেলিম ব্যাপারী (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার (১৯ জুন) রাত সাড়ে ১০টার দিকে বেপরোয়া গতির একটি প্রাইভেটকার সেলিম ব্যাপারীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিকদার মোহাম্মদ শামীম হোসেন বাংলা ট্রিবিউনকে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

কাফরুল থানার এক পুলিশ কর্মকর্তা বলেন, রাতে ঢাকা মেট্রো ১৩-৭৬৫৫ নম্বরের প্রাইভেটকারটি সেলিমকে ফ্লাইওভারের ওপর চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। গাড়িটি নোয়াখালীর একজন সংসদ সদস্যের ছেলে চালাচ্ছিলেন। ঘটনার পর পুলিশ লাশ উদ্ধার করে কাফরুল থানায় নিয়ে যায়। তবে গাড়িচালক ও গাড়িটি আটক রাখা হয়নি। এই ঘটনায় পুলিশ একটি সড়ক দুর্ঘটনার মামলা করেছে।

ওসি বলেন, ‘আমরা গাড়ির নম্বর পেয়েছি। বিআরটিএ থেকে এই নম্বর দিয়ে বিস্তারিত পাবো। তবে এখনও আমরা বিস্তারিত পরিচয় পাইনি। ’

সেলিম ব্যাপারীর পরিচয়পত্রনিহত সেলিমের গ্রামের বাড়ি বরিশালে। তিনি মহাখালী ডিওএইচএসে এক ব্যক্তির গাড়ি চালাতেন। তার মেয়ের জামাতা আরিফ ভুঁইয়া বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমি গিয়ে থানায় তার লাশ পেয়েছি।’

পরিবার সূত্রে জানা গেছে, এরই মধ্যে এমপির পরিবার থেকে বিষয়টি মীমংসা করতে নিহতের স্বজনদের সঙ্গে কথা হয়েছে। নিহতের পরিবারকে এ বিষয় অভিযোগ করতে নিষেধ করা হয়েছে।

আরিফ বলেন, ‘আমরা ময়নাতদন্তের পর লাশ বাড়িতে নিয়ে যাবো। গাড়ির নম্বর পুলিশ পেয়েছে। এখন সবাইকে পাওয়া যাবে।’