জাতীয় ক্রীড়া পরিষদ বিল সংসদে

জাতীয় সংসদ অধিবেশন জাতীয় সংসদে ‘জাতীয় ক্রীড়া পরিষদ বিল-২০১৮’ উত্থাপন করা হয়েছে। বিদ্যমান আইন বাতিল করে নতুনভাবে করতে সোমবার (২৫ জুন) বিলটি উত্থাপন করা হয়। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার বিলটি সংসদে তুললে তা পরীক্ষা করে সংসদে প্রতিবেদন দেওয়ার জন্য যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়।

বিলে ১৯৭৪ সালের ‘ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল অ্যাক্ট’ বাতিল করে বাংলায় নতুন আইন করার প্রস্তাব করা হয়েছে। প্রস্তাবিত আইনে ৪৮টি ক্রীড়া সংক্রান্ত সংস্থাকে ক্রীড়া পরিষদের অধীনে রাখা হয়েছে।

এতে বলা হয়েছে, সরকার গেজেট করে যেকোনও খেলাকে ক্রীড়া হিসেবে ঘোষণা করতে পারবে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মন্ত্রী ক্রীড়া পরিষদের চেয়ারম্যান হবেন। প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন।

প্রস্তাবিত আইনে বলা হয়েছে, অন্য কোনও আইন, চুক্তি বা আইনি দলিলে যাই থাকুক না কেন, জাতীয় ক্রীড়া সংস্থা বা অন্য ক্রীড়া সংস্থার নির্বাহী কমিটি যদি যথাযথভাবে দায়িত্ব পালন না করে তবে পরিষদ ওই কমিটি ভেঙে এডহক কমিটি দিতে পারবে।