নিরাপত্তা পরিষদে রোহিঙ্গা ইস্যুতে আবার আলোচনা আগামী সপ্তাহে

 

রোহিঙ্গা (ছবি: ফোকাস বাংলা)রোহিঙ্গা ইস্যুতে আগামী সপ্তাহে এক রুদ্ধদ্বার বৈঠকের আয়োজন করেছে জতিসংঘ নিরাপত্তা পরিষদ। নিরাপত্তা পরিষদের বর্তমান চেয়ারম্যান সুইডেন আগামী সোমবার ২৩ জুলাই) এ বৈঠকের আয়োজন করেছে বলে জানিয়েছে কূটনৈতিক সূত্র।

নাম প্রকাশ না করার শর্তে এক জ্যেষ্ঠ কূটনীতিক বলেন, ‘জাতিসংঘ মহাসচিবের মিয়ানমার বিষয়ক বিশেষ দূত ক্রিস্টিন শ্রেনার বার্গেনার রোহিঙ্গা বিষয়ে নিরাপত্তা পরিষদকে অবহিত করবেন।’ বার্গেনার গত সপ্তাগে ঢাকায় এবং গত মাসে মিয়ানমার সফর করেছেন।

ওই কূটনীতিক বলেন, ‘জাতিসংঘ শরণার্থী সংস্থাসহ অন্যান্য সংস্থাও ওই বৈঠকে অংশ নেবে।’

তিনি বলেন, ‘আগামী মাসে যখন যুক্তরাজ্য নিরাপত্তা পরিষদের চেয়ারম্যান হবে তখন একটি উন্মুক্ত বৈঠক আয়োজনের চেষ্টা করবে তারা।’

এদিকে নিরাপত্তা পরিষদের পক্ষ থেকে বাংলাদেশ ও মিয়ানমারকে দেওয়া চিঠির উত্তর বাংলাদেশ দ্রুতই দেবে বলে জানান আরেকজন কূটনীতিক। গত এপ্রিলে নিরাপত্তা পরিষদের একটি দল বাংলাদেশ ও মিয়ানমার সফরের পরে ভিন্ন বিষয় নিয়ে দুই দেশের কাছে কয়েকটি বিষয়ে জানতে চেয়ে চিঠি দেয়।

আরও পড়ুন- অপরাধমূলক কাজে জড়িয়ে পড়ছে রোহিঙ্গারা