রেলওয়ে শিক্ষা প্রতিষ্ঠান দেখতে বিদেশ যেতে চায় সংসদীয় কমিটি





সংসদীয় কমিটির বৈঠক

রেলওয়ে কলেজ বা বিশ্ববিদ্যালয় রয়েছে এমন দেশে শিক্ষা সফর করতে চায় রেলওয়ে মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি। বাংলাদেশে এ ধরনের শিক্ষা প্রতিষ্ঠান স্থাপনের লক্ষ্যে কমিটি এ সফর করতে চায়। এ জন্য সফরের ব্যবস্থা করতে রেলপথ মন্ত্রণালয়কে সুপারিশ করেছে কমিটি।
রবিবার (২২ জুলাই) সংসদ ভবনে অনুষ্ঠিত রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়েছে বলে সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বৈঠক সূত্রে জানা গেছে, রেলওয়ে কলেজ বা বিশ্ববিদ্যালয় রয়েছে এমন দেশ হিসেবে চীন ও যুক্তরাজ্যের নাম প্রস্তাব করা হয়েছে।
বৈঠকে রেলওয়ের বেদখল থাকা জমি দ্রুত উদ্ধার করার কার্যক্রম আরও ত্বরান্বিত করতেও সুপারিশ করা হয়।
এছাড়া কমিটি রেলওয়ের আয় বাড়ানোর লক্ষ্যে অব্যবহৃত পাবলিক প্রাইভেট পাটনারশিপ (পিপিপি) বা যৌথ মালিকায় দ্রুত অবকাঠামো নির্মাণের সুপারিশ করা হয়েছে।
ঢাকার ফুলবাড়িয়ার আনন্দবাজার এলাকায় ২ একর ৮৭ শতাংশ রেলভূমিতে আইকন ভবন নির্মাণের কার্যক্রম নিয়ে আলোচনা হয়।


বৈঠকে কমিটির সভাপতি এ. বি. এম. ফজলে করিম চৌধুরীর সভাপতিত্বে সংসদ ভবনে হওয়া বৈঠকে রেলপথমন্ত্রী মো. মুজিবুল হক, কমিটির সদস্য মুহাম্মদ মিজানুর রহমান, মো. সিরাজুল ইসলাম মোল্লা ও ইয়াসিন আলী অংশ নেন।