এ সময় নূর বলেন, ‘আমরা যদি অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে না পারি, তাহলে এদেশে অন্যায় প্রতিষ্ঠিত হবে। আমার বোনেরা ভাইদের পাশে দাঁড়িয়েছে। এজন্য তাদের ধর্ষণের হুমকি দেওয়া হয়েছে। শিক্ষকরা আমাদের পাশে দাঁড়িয়েছেন। এজন্য তাদের লাঞ্ছিত করা হয়েছে। আপনারা যে যেখানে আছেন সবাই আন্দোলনে চলে আসুন।’
নিউজটি লেখা পর্যন্ত আন্দোলনকারীরা কেন্দ্রীয় লাইব্রেরি থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে ক্যাম্পাসের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারের দিকে যান। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন, ‘আর নয় কালক্ষেপণ দিতে হবে প্রজ্ঞাপন’, ‘জেগেছে রে জেগেছে, ছাত্রসমাজ জেগেছে।’