একনেকে ৯টি প্রকল্প অনুমোদন

একনেক সভাজাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ৯টি উন্নয়ন প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। এই ৯টি প্রকল্প বাস্তবায়নে সরকারের মোট ব্যয় ধরা হয়েছে ৩ হাজার ৮৮ কোটি ৩৬ লাখ টাকা।

মঙ্গলবার (১৩ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ের শেরে বাংলা নগরে জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেক সভায় এ প্রকল্পগুলোর অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন একনেক চেয়ারপাসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একনেক সভা শেষে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

পরিকল্পনামন্ত্রী জানান, প্রকল্প বাস্তবায়নে সরকারের নিজস্ব তহবিল থেকে যোগান দেওয়া হবে ২ হাজার ৩৩৯ কোটি ৮৮ লাখ টাকা। সংস্থার নিজস্ব তহবিল থেকে যোগান দেওয়া হবে ৫০ কোটি ৫৪ লাখ টাকা এবং প্রকল্প সহায়তা পাওয়া যাবে ৬৯৭ কোটি ৯৩ লাখ টাকা।