রাজধানীতে ছুরিকাঘাতে আহত কিশোরের মৃত্যু

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালরাজধানীর কড়াইল বস্তিতে ছুরিকাঘাতে আহত কিশোর তারিকুল ইসলাম তারেক (১৮) মারা গেছে। ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে রবিবার (১৯ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে সে মারা যায়। ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. বাবুল মিয়া এর সত্যতা নিশ্চিত করেছেন।

তারিকুল ইসলাম তারেকের বাবার নাম মো. রিয়াজউদ্দিন। তাদের বাড়ি বরিশালের গৌরনদীতে। মহাখালীর কড়াইল বস্তিতে তারা ভাড়া বাসায় থাকেন।

তারেকের পরিবারের বরাত দিয়ে এএসআই বাবুল মিয়া জানান, শনিবার এশার নামাজ পড়ে বের হয়ে তারেক দেখে মসজিদের দানবাক্সের ওপর পা রেখে একজন সিগারেট খাচ্ছে। তখন তারেক বাধা দিলে তর্কাতর্কি শুরু হয়। পরে তারেক ওই ছেলেকে চড় মারে। পরে ওই ছেলে আরও বন্ধুবান্ধব নিয়ে এসে তারেক ও তার বন্ধু হেলালকে কোপায়। রাত সাড়ে ১০টার দিকে তাকে ঢামেকে আনা হয়। সকাল সাড়ে ১০টায় সে মারা যায়। হেলাল ঢামেকে চিকিৎসাধীন রয়েছে।

আরও পড়ুন- রাজধানীতে পৃথক ঘটনায় ছুরিকাঘাতে আহত ৭