বিএসএমএমইউ’র নতুন প্রক্টর ডা. সৈয়দ মোজাফফর আহমেদ


নতুন প্রক্টর ডা. সৈয়দ মোজাফফর আহমেদবঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ)ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগের শিক্ষক অধ্যাপক ডা. সৈয়দ মোজাফফর আহমেদ প্রক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন। সোমবার (২০ আগস্ট) বিএসএমএমইউ’র উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া এ সংক্রান্ত নিয়োগপত্র নতুন প্রক্টরকে দেন।
বিএসএমএমইউ’র সেকশন অফিসার জনসংযোগ প্রশান্ত কুমার মজুমদার বলেন,এর আগে ২০০৯ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত ডা. মোজাফফর আহমেদ বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি সোমবার  দায়িত্বভার গ্রহণ করেছেন।  ১৯৯৬ সালে আপিজিএমঅ্যান্ডআর-এ মেডিক্যাল অফিসার হিসেবে যোগদান করেন এবং ২০০১ সাল থেকে বিএসএমএমইউতে সহকারী অধ্যাপক হিসাবে শিক্ষকতা শুরু করেন। তিনি চিকিৎসকদের বিভিন্ন সংগঠনের বিভিন্ন পদে যুক্ত আছেন।
তিনি রাজশাহীর পুঠিয়া উপজেলায় ১৯৬৫ সালের ৯ জানুয়ারি জন্মগ্রহণ করেন। ব্যক্তিজীবনে তিনি এক কন্যা ও এক পুত্র সন্তানের জনক।