শহিদুল আলমের মুক্তির দাবিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাওয়ের চেষ্টা

শহিদুল আলমের মুক্তির দাবিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাওয়ের চেষ্টাপ্রখ্যাত আলোকচিত্রী শহীদুল আলমসহ নিরাপদ সড়ক আন্দোলনের সময় গ্রেফতারকৃত শিক্ষার্থীদের মুক্তির দাবিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অভিমুখে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ ছাত্র ফেডারেশন। তবে সচিবালয়ে পৌঁছার আগেই প্রেস ক্লাবের সামনে পুলিশ  তাদের বাধা দেয়।

আজ বৃহস্পতিবার (৬ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে এক সংক্ষিপ্ত সমাবেশ শেষে মিছিল নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দিকে অগ্রসর হন ছাত্র ফেরারেশনের সদস্যরা। মিছিলটি প্রথমে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) হয়ে দোয়েল চত্বর দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দিকে যায়। পরে প্রেস ক্লাবের সামনে পুলিশ তাদের বাধা দেয়।  শহিদুল আলমের মুক্তির দাবিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাওয়ের চেষ্টা

মিছিলের আগে সংক্ষিপ্ত সমাবেশে বাংলাদেশ ছাত্র ফেডারেশনের কেন্দ্রেীয় সভাপতি গোলাম মোস্তফা বলেন, ‘বাংলাদেশ এখন একটি কঠিন সময়ের মধ্যে আছে। আলোকচিত্রী শহীদুল আলম গণতন্ত্রের পক্ষের লোক। মানুষের পক্ষে সবসময় কথা বলেছেন, ছবি তুলেছেন। রাষ্ট্রের পক্ষে এরকম একজন শহিদুল আলম তৈরি করা সম্ভব নয়। বরং এই ধরনের মানুষদের নির্যাতন করা হচ্ছে। আমরা অবিলম্বে শহিদুল আলমের মিথ্যা মামলা প্রত্যাহার করে তার নিঃশর্ত মুক্তি দাবি করছি।’শহিদুল আলমের মুক্তির দাবিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাওয়ের চেষ্টা

প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে তিনি বলেন, ‘নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনকারীদের ওপর যে হেলমেট বাহিনী হামলা করলো, তাদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। বরং আন্দোলনকারীদের বিরুদ্ধে মামলা দিয়ে রেখেছে। আমরা সরকারকে লাইনে আসার আহ্বান জানাচ্ছি। না হয় কীভাবে লাইনে আনতে হয়, তা বাংলার ছাত্রসমাজ ভালো করে জানে।’

এই ছাত্রনেতা আরও বলেন, ‘নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের গ্রেফতার করা হয়েছে ওপরের হুকুমে। আবার শিক্ষার্থীদের মুক্তিও দেওয়া হয়েছে ওপরের হুকুমে। অথচ বাংলাদেশ চলার কথা জনগণের হুকুমে। গণতন্ত্রের বুকে লাথি দেওয়া হচ্ছে। জনগণের বিপরীতে কাজ করা হচ্ছে।’

ছবি: সাজ্জাদ হোসেন।