সংসদ অধিবেশন উপলক্ষে যেসব নির্দেশনা দিয়েছে ডিএমপি

সংসদদশম জাতীয় সংসদের ২২তম অধিবেশন উপলক্ষে নগরবাসীর জন্য বিশেষ কিছু নির্দেশনা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। আগামী ৯ সেপ্টেম্বর দশম জাতীয় সংসদের ২২তম অধিবেশন শুরু হবে। অধিবেশন শুরু থেকে শেষ না হওয়া পর্যন্ত এসব নির্দেশনা মেনে চলতে হবে।

বৃহস্পতিবার ডিএমপি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সংসদ অধিবেশন চলাকালীন জাতীয় সংসদের আশপাশের এলাকায় যেকোনও ধরনের সভা-সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভ প্রদর্শনের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এছাড়া সব ধরনের অস্ত্রশস্ত্র, বিস্ফোরক দ্রব্য, অন্যান্য ক্ষতিকারক ও দূষণীয় দ্রব্য বহনেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। শেরেবাংলা নগরে জাতীয় সংসদ ভবন ও পার্শ্ববর্তী এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষায় ৮ সেপ্টেম্বর শনিবার রাত ১২টা থেকে এই নিষেধাজ্ঞা শুরু হবে।

যেসব এলাকায় এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে সেসব এলাকা হলো ময়মনসিংহ রোডের মহাখালী ক্রসিং থেকে পুরাতন বিমানবন্দর হয়ে বাংলামোটর ক্রসিং পর্যন্ত, বাংলামোটর লিংক রোডের পশ্চিম প্রান্ত থেকে হোটেল সোনারগাঁও রোডের সার্ক ফোয়ারা পর্যন্ত, পান্থপথের পূর্ব প্রান্ত থেকে গ্রিন রোডের সংযোগস্থল হয়ে ফার্মগেট পর্যন্ত, মিরপুর রোডের শ্যামলী মোড় থেকে ধানমন্ডি-১৬ (পুরাতন-২৭) নম্বর সড়কের সংযোগস্থল, রোকেয়া সরণির সংযোগস্থল থেকে পুরাতন নবম ডিভিশন (উড়োজাহাজ) ক্রসিং হয়ে বিজয় সরণির পর্যটন ক্রসিং, ইন্দিরা রোডের পূর্ব প্রান্ত থেকে মানিক মিয়া এভিনিউর পশ্চিম প্রান্ত, জাতীয় সংসদ ভবনের সংরক্ষিত এলাকা এবং এ সীমানার মধ্যে অবস্থিত সব রাস্তা ও গলিপথ। সূত্র: বাসস।

আরও পড়ুন- মোটরসাইকেলে তিনজন চড়লেও তেল মিলবে না রাজশাহীতে