অক্টোবরের মাঝামাঝি নির্বাচনকালীন সরকার: ওবায়দুল কাদের

ওবায়দুল কাদেরঅক্টোবরের মাঝামাঝি নির্বাচনকালীন সরকার গঠন হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘অক্টোবরে যে নির্বাচনকালীন সরকার গঠন হবে সেখানে টেকনোক্র্যাট কোটায় কেউ থাকবে না। গতবারের নির্বাচনের সময় মন্ত্রিসভার সদস্য ছিলেন ২৮ জন। এবারও নির্বাচনকালীন সরকারের আকার সেরকমই হবে।’

মঙ্গলবার (১১ সেপ্টেম্বর) সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

এ সময় আগামী নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগের উত্তরবঙ্গ সফরকালীন দলীয় বিভেদ এবং কোন্দল চোখে পড়েছে কিনা- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আওয়ামী লীগ এখন অতীতের যেকোনও সময়ের তুলনায় ঐক্যবদ্ধ। তবে যেসব এলাকায় যারা ওই এলাকার এমপিকে অবাঞ্ছিত ঘোষণা করেছে, তাদের এবং সংশ্লিষ্ট এমপিকে শোকজ নোটিশ কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠানো হয়েছে। শোকজ ইস্যু হওয়ার ১৫ দিনের মধ্যে এই নোটিশের জবাব দিতে বলা হয়েছে।’