এশিয়ান গেমস থেকে শূন্যহাতে ফেরায় সংসদীয় কমিটির অসন্তোষ

-

বাংলাদেশের খেলোয়াড়রা এশিয়ান গেমস থেকে শূন্যহাতে ফেরায় অসন্তোষ প্রকাশ করেছে সংসদীয় কমিটি। বুধবার সংসদ ভবনে অনুষ্ঠিত জাতীয় সংসদের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৪০তম বৈঠকে এশিয়ান গেমসে ব্যর্থতার জন্য এ অসন্তোষ প্রকাশ করা হয়েছে। পরে কমিটি এশিয়ান গেমসের আগামী আসরে নির্দিষ্ট কিছু ইভেন্টকে টার্গেট করে প্রশিক্ষণ কার্যক্রম জোরদারের পরামর্শ দিয়েছে। সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

কমিটি সভাপতি জাহিদ আহসান রাসেলের সভাপতিত্বে  বৈঠকে কমিটির সদস্য যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার, মো. মাহবুব আলী, মো. নুরুল ইসলাম তালুকদার এবং আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী অংশগ্রহণ করেন।

বৈঠকে জাতীয় ক্রীড়া পরিষদ বিল ২০১৮ নিয়ে বিস্তারিত আলোচনা করে রিপোর্ট চূড়ান্ত করা হয় এবং সংসদের চলমান অধিবেশনে উপস্থাপনের সিদ্ধান্ত হয়।

এছাড়া বৈঠকে শেখ রাসেল মিনি স্টেডিয়াম পরিদর্শন সংক্রান্ত সাব কমিটির সুপারিশগুলো দ্রুত বাস্তবায়নের পরামর্শ দেওয়া হয়। গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ায় শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণের পরিবর্তে সেখানে একইনামে একটি পূর্ণাঙ্গ স্টেডিয়াম নির্মাণের সুপারিশ করা হয়।