সচিবালয়ে পানি জমে, কামরাঙ্গীরচরে জমে না: খাদ্যমন্ত্রী

ফাইল ছবিসরকারের উন্নয়নের উদাহরণ টেনে খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, ‘অতিবৃষ্টিতে সচিবালয়ে পানি জমে, কিন্তু কামরাঙ্গীরচর এলাকায় এখন আর এক ইঞ্চি পানিও জমে না।’

শনিবার (১৫ সেপ্টেম্বর) বিকালে রাজধানীর কামরাঙ্গীরচরে ৩১ শয্যাবিশিষ্ট হাসপাতাল উদ্বোধন পরবর্তী সুধী সমাবেশে তিনি এ কথা বলেন। এর আগে ১৪ দলের সমন্বয়ক ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম হাসপাতালের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

অনুষ্ঠানে খাদ্যমন্ত্রী বলেন, ‘আমি চেষ্টা করেছি কামরঙ্গীরচরের মানুষের ভাগ্য পরিবর্তনের। এ এলাকায় ৩০০ কোটি টাকার বেশি কাজ হয়েছে। রাস্তা-ঘাট প্রশস্ত হয়েছে। এমনভাবে সুয়ারেজ লাইন করেছি, এখন আর রাস্তাঘাটে পানি ওঠে না। অতিবৃষ্টিতে ঢাকার সচিবালয়ে পানি জমে, এখানে আর এক ইঞ্চি পানিও জমে না।’

এসময় কামরাঙ্গীরচরের উন্নয়নের চিত্র সারাদেশের উন্নয়নেরই উদাহরণ উল্লেখ করে মন্ত্রী আগামী নির্বাচনে নৌকার পক্ষে ভোট চান।

নির্বাচনকে প্রশ্নবিদ্ধ ও বানচাল করার ষড়যন্ত্র শুরু হয়েছে উল্লেখ করে খাদ্যমন্ত্রী বলেন, ‘এক এগারোর কুশীলবরা বিএনপির সঙ্গে গাঁটছড়া বেঁধেছে। ২০১৪ সালে তারা যে বিভীষিকাময় কাজ করেছিল, সেইভাবে আন্দোলনের নামে আগুন সন্ত্রাসের চেষ্টা চলছে। হুমকি দেয়া হচ্ছে।’

তবে কেউ নির্বাচন বানচাল করতে পারবে না জানিয়ে মন্ত্রী বলেন, ‘এবারও গ্রহণযোগ্য নির্বাচন হবে। নির্বাচনে কে আসলো, আসলো না তা আমাদের দেখার বিষয় নয়।’