ভিডিও কনফারেন্সে ‘শেখ হাসিনা তিস্তা সেতু’র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা

লালমনিরহাটের কাকিনা-মহিপুর এলাকায় নবনির্মিত ‘গঙ্গাচড়া শেখ হাসিনা তিস্তা সেতু’ আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১১টায় ঢাকায় গণভবন থেকে সরাসরি ভিডিও কনফারেন্সের মাধ্যমে সেতুর উদ্বোধন করা হবে।

এর আগে সকাল ১০টায় গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রংপুর মেট্রোপলিটন পুলিশ ও গাজীপুর মেট্রোপলিটন পুলিশের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। বিষয়টি নিশ্চিত করেছেন লালমনিরহাট স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে নির্বাহী প্রকৌশলী এসএম জাকিউর রহমান।

২০১২ সালের ২০ সেপ্টেম্বর লালমনিরহাট জেলার কালেক্টরেট মাঠে এক বিশাল জনসভাস্থল থেকে প্রধানমন্ত্রী  শেখ হাসিনা ৮৫০ মিটার দৈর্ঘ্যরে এই সেতুর নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর ফলক আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। ২০১৪ সালের ৩১ জুন নির্মাণ কাজ শেষ করার কথা থাকলেও দুই দফায় সময় বৃদ্ধি করে ২০১৭ সালের ৩১ ডিসেম্বর নির্মাণ কাজ শেষে লালমনিরহাট স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নিকট হস্তান্তর করেন ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স নাভানা কন্সট্রাকশন-ডব্লিউএমসিজি। এছাড়া আলাদা প্রজেক্টের মাধ্যমে শেখ হাসিনা তিস্তা সেতুর উত্তরপ্রান্ত থেকে লালমনিরহাটের কাকিনা মোড় পর্যন্ত ৫.২৮ কিলোমিটার সড়ক নির্মাণ, ৩টি কালভার্ট ও ২টি ব্রীজ নির্মাণ করা হয়। অপরদিকে শেখ হাসিনা তিস্তা সেতুর দক্ষিণপ্রান্ত থেকে রংপুরের বাংলাদেশ ব্যাংক মোড় পর্যন্ত ৫.৬৩ কিলোমিটার সড়ক নির্মাণ, ১টি ব্রীজ নির্মাণ করা হয়েছে। 

20180914_175527

বহু প্রতীক্ষিত শেখ হাসিনা তিস্তা সড়ক সেতু জনসাধরণের চলাচলের জন্য খুলে দেওয়ার খবরে রংপুর ও লালমনিরহাট জেলার প্রায় ৩০ লাখ মানুষ আনন্দিত। তাদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে। উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে স্থানীয় জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের সাথে মতবিনিময় করাও কথা রয়েছে। 

কাকিনা-মহিপুর ‘শেখ হাসিনা তিস্তা সেতু’ উদ্বোধনী অনুষ্ঠানে সেতুর উত্তরপ্রান্তে রংপুর বিভাগীয় কমিশনার মোহাম্মদ জয়নুল বারীর সভাপতিত্বে উপস্থিত থাকবেন লালমনিরহাট-১ আসনের সাংসদ (জেলা আওয়ামী লীগের সভাপতি) সাবেক প্রতিমন্ত্রী, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান লেফটেন্যান্ট (অব.) মোতাহার হোসেন, লালমনিরহাট-২ আসনের সাংসদ ও সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী নুরুজ্জামানা আহমেদ, রংপুর-১ (গঙ্গাচড়া) আসনের সাংসদ স্থানীয় সরকার ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী (জাপা নেতা) মশিউর রহমান রাঙা, লালমনিরহাট-কুড়িগ্রাম সংরক্ষিত আসনের সাংসদ অ্যাডভোকেট সফুরা বেগম রুমী, লালমনিরহাট জেলা প্রশাসক শফিউল আরিফ, রংপুর জেলা প্রশাসক এনামুল হাবীব, লালমনিরহাট জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মতিয়ার রহমান, রংপুর জেলা পরিষদের চেয়ারম্যান সাফিয়া বেগম, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর অতিরিক্ত প্রধান প্রকৌশলী (রংপুর বিভাগ) আফজাল হোসেন,  রংপুর বিভাগের তত্বাবধায়ক প্রকৌশলী হারুন-অর-রশীদ, লালমনিরহাটের নির্বাহী প্রকৌশলী এসএম জাকিউর রহমান ও রংপুরের নির্বাহী প্রকৌশলী আকতার হোসেনসহ স্থানীয়রা।