তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে দেশের পথে ফখরুল

মির্জা ফখরুল ইসলাম আলমগীর (ফাইল ছবি)

জা‌তিসংঘ, ওয়া‌শিংটন ও মা‌র্কিন পররাষ্ট্র দফতরে করা বৈঠ‌কের বিস্তা‌রিত দ‌লের ভারপ্রাপ্ত চেয়ারম্যান‌ তারেক রহমানকে জা‌নি‌য়ে দে‌শের উদ্দেশে রওনা করেছেন বিএন‌পি মহাস‌চিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শ‌নিবার রা‌তের এক‌টি ফ্লাই‌টে তিনি লন্ডন ত্যাগ ক‌রেন।

যুক্তরাজ্য বিএন‌পির একা‌ধিক দা‌য়িত্বশীল সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

রবিবার সকালে যুক্তরাজ্য বিএন‌পির নাম প্রকাশে অনিচ্ছুক একা‌ধিক নেতা বাংলা ট্রি‌বিউন‌কে জানান, জা‌তিসংঘ সদর দফতর, মা‌র্কিন পররাষ্ট্র দফতর ও ওয়া‌শিংট‌নের প্রাতঃরাশ বৈঠক শে‌ষে সাম‌গ্রিক বিষয় দ‌লের ভারপ্রাপ্ত চেয়‌ারম্যান তা‌রেক রহমান‌কে অব‌হিত কর‌তে শ‌নিবার আ‌মে‌রিকা থে‌কে লন্ড‌নে আ‌সেন দ‌লের মহাস‌চিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। লন্ডন সময় সন্ধ্যায় তা‌রেক রহমা‌নের সঙ্গে তার বৈঠকটি অনুষ্ঠিত হয়। বিএনপির কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক লন্ডন প্রবাসী হুমায়ুন কবীর ও দ‌লের নির্ব‌াহী সদস্য তা‌বিথ আউয়‌াল বৈঠকে উপস্থিত ছিলেন। এসময় দে‌শের বর্তমান প‌রি‌স্থি‌তি‌তে বিএনপির ভ‌বিষ্যত কর্মপ‌রিকল্পনা সম্প‌র্কেও দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে পরামর্শ নেন মহাসচিব মির্জা ফখরুল।

এ বৈঠক শেষে শ‌নিবার লন্ডন সময় রাত দশটা পাঁচ মি‌নি‌টে এমিরেটস এয়ারও‌য়ে‌জের একটি ফ্লাইটে দেশের প‌থে রওনা দেন বিএন‌পি মহাস‌চিব। এয়‌ার‌পো‌র্টে তা‌কে বিদায় জান‌ান যুক্তরাজ্য বিএন‌পির সাধারণ সম্পাদক কয়সর এম আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক কামাল উদ্দীনসহ অন্য নেতারা।

তবে এ বৈঠকের ব্যাপারে দলটির কোনও নেতা তাৎক্ষণিকভাবে মন্তব্য করতে চাননি। বৈঠকে উপস্থিত দ‌লের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক  হুমায়ুন কবীরকে একাধিকবার ফোন দেওয়া হলেও তিনি ফোন ধরেননি। অন্যদিকে, যুক্তরাজ্য বিএন‌পির সভাপ‌তি এম এ মা‌লেক গণমাধ্যমের কাছে এ ব্যাপারে কোনও মন্তব্য কর‌তে অস্বীকৃতি জানান।

তবে যুক্তরাজ্য বিএন‌পির সা‌বেক প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক ও লন্ডনস্থ শহীদ জিয়া স্মৃ‌তি পাঠাগা‌রের প্র‌তিষ্ঠাতা শরীফুজ্জামান চৌধুরী রবিবার জানান, বিএনপি মহাস‌চিব শ‌নিবার রা‌তের একটি ফ্লাই‌টে দেশের উদ্দেশে লন্ডন ছেড়েছেন।