যুক্তফ্রন্টের পাঁচ দফা অস্বাভাবিক সরকার আনার ষড়যন্ত্র: তথ্যমন্ত্রী



তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু (ফাইল ছবি)একিউএম বদরুদ্দোজা চৌধুরী ও ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন নতুন রাজনৈতিক জোট যুক্তফ্রন্ট যেসব দাবি তুলেছে, সেগুলো জামায়াতের দাবিরই ফটোকপি বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। তিনি বলেন, ‘তাদের ঘোষিত পাঁচ দফা দাবি সাংবিধানিক সংকট ও রাজনৈতিক অনিশ্চয়তা তৈরি করে দেশে অস্বাভাবিক সরকার আনার একটি ষড়যন্ত্র।’ বুধবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে সচিবালয়ে নিজ দফতরে সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এই মন্তব্য করেন।

তথ্যমন্ত্রী বলেন, ‘নির্বাচনের দিন সেনাবাহিনী মোতায়েনের যুক্তফ্রন্টের দাবি সেনাবাহিনীকে বিতর্কিত করার প্রক্রিয়া মাত্র। বিএনপি জোটের নেতাকর্মীদের নামে থাকা সব মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছে তারা। এছাড়া তাদের কর্মীদের গ্রেফতার না করারও দাবি তুলেছে।’
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী আরও বলেন, ‘সরকারের প্রতি আস্থা ও বিশ্বাস রাখুন, বাকস্বাধীনতাবিরোধী কোনও আইন সংসদে পাস করবে না সরকার।’