নারীকে সম্মানিত করতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী চুমকি




ঢাকা বিভাগের ৫ জন শ্রেষ্ঠ জয়িতাকে সম্মাননা জানানো হয়নারীকে সম্মানের স্থানে প্রতিষ্ঠিত করতে সরকার কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি। তিনি বলেন, ‘নারীদের সম্মানিত করতে অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়েছে। তৃর্ণমূল পর্যায়ে ইউনিয়ন পরিষদে যখন নারীদের সরাসরি নির্বাচনের ব্যবস্থা করা হয়, তখন অনেক নেতিবাচক পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। বর্তমানে তৃর্ণমূল থেকে রাজনীতির সকল পর্যায়ে নারীদের অংশগ্রহণ নিশ্চিত করা হয়েছে।’

বুধবার (১৮ সেপ্টেম্বর) রাজধানীর শিল্পকলা একাডেমি মিলনায়তনে মহিলা বিষয়ক অধিদফতর এবং ঢাকা বিভাগীয় কমিশনের যৌথ আয়োজনে ‘ঢাকা বিভাগের শ্রেষ্ঠ ৫ জন জয়িতাকে সম্মাননা প্রদান অনুষ্ঠানে’ তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী আরও বলেন, সংগ্রাম ও নির্যাতনের বিভীষিকা পেছনে ফেলে এগিয়ে আসা নারীরাই জয়িতা খেতাবে ভূষিত হয়েছেন।

অনুষ্ঠানে ঢাকা বিভাগের ১৩ জেলার ৬৫ জন নারীর মধ্যে থেকে ৫টি ক্যাটাগরিতে মোট ৫ জন শ্রেষ্ঠ জয়িতাকে সম্মাননা দেওয়া হয়। অর্থনৈতিকভাবে সাফল্যের জন্য বেগম রহিমা সরকার, শিক্ষা ও চাকরির ক্ষেত্রে সাফল্যের জন্য রোকেয়া বেগম, সফল জননী হিসেবে সাজেদা বেগম, নির্যাতনের বিভীষিকা মুছে নতুন উদ্যোমে জীবন শুরুর জন্য কুঞ্জি রানী সূত্রধর এবং সমাজ উন্নয়নে অসামান্য রাখার জন্য বেগম ইসরাত জাহানকে শ্রেষ্ঠ জয়িতা-২০১৮-তে ভূষিত করা হয়।

ঢাকার বিভাগীয় কমিশনার কে এম আলী আজমের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বেগম রেবেকা মোমেন, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাছিমা বেগম, অতিরিক্ত সচিব (উন্নয়ন ও পরিকল্পনা) মাহমুদা শারমিন বেনু, মহিলা বিষয়ক অধিদফতরের মহাপরিচালক কাজী রওশন আক্তার, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আয়শা সিদ্দিকা প্রমুখ।