ভিয়েতনামের প্রেসিডেন্টের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

১১ভিয়েতনামের প্রেসিডেন্ট ন্যাম ত্র্যান দাই কুয়াংয়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক শোকবার্তায় তিনি বলেন, ‘ভিয়েতনামের কমিউনিস্ট পার্টির পলিটব্যুরো সদস্য ও সোস্যালিস্ট রিপাবলিক অব ভিয়েতনামের প্রেসিডেন্ট ন্যাম ত্র্যান দাই কুয়াংয়ের অকাল মৃত্যুর খবর জানতে পেরে আমি গভীরভাবে শোকাহত।’

প্রসঙ্গত, ভিয়েতনামের প্রেসিডেন্ট ত্র্যান দাই কুয়াং শুক্রবার ৬১ বছর বয়সে মারা যান। তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন।

রবিবার (২২ সেপ্টেম্বর) শোকবার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘এই শোকের সময়ে আমার পাশাপাশি বাংলাদেশের জনগণ ও সরকারের পক্ষ থেকে ভিয়েতনামের জনগণ ও সরকার এবং প্রয়াত নেতার পরিবার ও বন্ধুবান্ধবদের প্রতি গভীর শোক জানাচ্ছি।’

তিনি আরও বলেন, ‘ত্র্যান দাই কুয়াংয়ের অকাল প্রয়াণ ভিয়েতনামের জনগণ ও কমিউনিস্ট পার্টির জন্য এক বিরাট ক্ষতি। আমাদের দ্বিপক্ষীয় সম্পর্ককে এক নতুন উচ্চতায় নিয়ে যেতে ত্র্যান দাই কুয়াংয়ের অমূল্য অবদানের জন্য বাংলাদেশের জনগণ চিরদিন তাকে স্মরণ রাখবে।’

এই বছরের মার্চে কুয়াংয়ের বাংলাদেশ সফরের কথা গভীরভাবে স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, ‘এই সফর যৌথভাবে আমাদের দুই দেশের জনগণের অভিন্ন আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়নের লক্ষ্যে দ্বিপক্ষীয় সম্পর্কের ভবিষ্যৎ পথরেখা প্রণয়নের সুযোগ করে দিয়েছে।’

সূত্র: বাসস।