‘প্রস্তাব দিলে সমঝোতা হয়ে যাবে, এটা ভাবা বোকামি’

সুচিন্তা ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ এ আরাফাত

জাতীয় ঐক্য প্রসঙ্গে সুচিন্তা ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ এ আরাফাত বলেন, ‘বাংলাদেশে একটা সমঝোতা প্রস্তাব দেবেন আর সমঝোতা হয়ে যাবে, এটা ভাবা বোকামি। অতীতে আমরা দেখেছি, মাগুরার মতো একটা নির্বাচন হয়ে গেলো। সেই মাগুরার নির্বাচন না হলে সবকিছু কিন্তু ঠিকঠাক থাকতো। গণতন্ত্র একটা প্রাতিষ্ঠানিক রূপ পেতো। তত্ত্বাবধায়ক সরকারের প্রয়োজনই হতো না।’

বৃহস্পতিবার (২৭ সেপ্টেম্বর) বিকালে রাজধানীর পান্থপথে বাংলা ট্রিবিউন স্টুডিওতে আয়োজিত ‘ঐক্য নিয়ে অনৈক্য’ শীর্ষক বৈঠকিতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

মোহাম্মদ এ আরাফাত বলেন, ‘আমরা তত্ত্বাবধায়ক সরকারে গেলাম। এরপর ২০০৬-২০১১ –এ এসে বিচারপতিদের বয়স বাড়িয়ে তত্ত্বাবধায়ক সরকারের কনসেপ্ট নষ্ট করে দেওয়া হলো। যার পরবর্তীতে আসলো ১/১১। এর আবার আছে দুইটা ফেজ।’

তিনি বলেন, ‘১/১১–এর প্রথম ফেজ বিএনপির সোয়া কোটি ভুয়া ভোটার। ইয়াজুদ্দিন আহমেদের মাথায় টুপি পরিয়ে যেই একটা দুরভিসন্ধিমূলক নির্বাচন হতে যাচ্ছিল তা  আটকানোর জন্য ১/১১ আসলো; যেটাকে নিজেদের এক ধরনের সাফল্য বলে দাবি করেছিল আওয়ামী লীগ।’

মোহাম্মদ এ আরাফাত বলেন, ‘১/১১–এর দ্বিতীয় ধাপেই এসে বিরাজনীতিকরণ প্রক্রিয়া এলো; যার ভুক্তভোগী আওয়ামী লীগ এবং বিএনপি দুই দলই।’

তিনি বলেন, ‘আমরা দেখেছি, সমঝোতা হয়েছে, আবার তা নষ্টও হয়েছে। কাজেই এটা (জাতীয় ঐক্য) আশা করা বোকামি। কিন্তু বাস্তবে তো এই জিনিস ২৫-৩০ বছর আগে হয়নি; এখনও হয়ে যাবে না।’