আমার ফেসবুক নাই: শেখ হাসিনা





সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ছবি- ফোকাস বাংলা)

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্যক্তিগতভাবে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ব্যবহার করেন না বলে জানিয়েছেন। বুধবার (৩ অক্টোবর) গণভবনে সংবাদ সম্মেলনে বিডিনিউজ২৪ডটকম-এর প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীর এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। জাতিসংঘের ৭৩তম সম্মেলনের যোগদান উপলক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

এর আগে তৌফিক ইমরোজ খালিদী তার প্রশ্নে বলেন, ‘বাংলাদেশের জাতীয় দলের ক্রিকেটার লিটন দাস ফেসবুকে দুর্গা পূজার শুভেচ্ছা জানিয়ে একটি ছবি পোস্ট করেছেন। ওই পোস্ট নিয়ে চরম নোংরামির কারণে তিনি পোস্টটি তুলে নিতে বাধ্য হয়েছেন।’ এই প্রশ্নের জবাব দিতে গিয়ে প্রধানমন্ত্রী ব্যক্তিগতভাবে বিষয়টি দেখেননি বলে জানান। তিনি বলেন, ‘আমি বিদেশে ছিলাম। এটা আমি দেখি নাই। আমার ফেসবুক নাই। ব্যবহারও করি না। কেউ কিছু আমাকে পাঠালে তা দেখি।’

সংবাদ সম্মেলনের আরও খবর: সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী

সব দলই নির্বাচনে আসবে: প্রধানমন্ত্রী

সাম্প্রদায়িক আচরণকারীরা বিকৃতমনা

জনগণ ভোট দিলে আছি, না দিলে নাই: শেখ হাসিনা

রোহিঙ্গা সংকট সমাধানে বিশ্ব নেতাদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছি: প্রধানমন্ত্রী