মাউশি মহাপরিচালকের চিকিৎসায় প্রধানমন্ত্রীর ৫০ লাখ টাকা অনুদান





মাউশি মহাপরিচালক অধ্যাপক মাহবুবুর রহমান (ছবি: সংগৃহীত) সিঙ্গাপুরে চিকিৎসাধীন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদফতরের (মাউশি) মহাপরিচালক অধ্যাপক মাহবুবুর রহমানের চিকিৎসার জন্য ৫০ লাখ টাকা অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (৮ অক্টোবর) নিজের সরকারি বাসভবন গণভবনে তিনি অধ্যাপক মাহবুবুর রহমানের স্ত্রী আলেয়া ফেরদৌসীর কাছে অনুদানের চেক হস্তান্তর করেন।
অধ্যাপক মাহবুবুর রহমান দীর্ঘদিন ধরে ফুসফুসের রোগে ভুগছেন। তিনি নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে গত ১৯ সেপ্টেম্বর বিএসএমএমইউয়ে (বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়) ভর্তি হন। অবস্থার অবনতি হলে তিন দিন পর লাইফ সাপোর্টে রাখা হয় তাকে। এরপরও অবস্থার উন্নতি না হওয়ায় গত ২৩ সেপ্টেম্বর এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নেওয়া হয়।
অনুদানের চেক দেওয়ার সময় প্রধানমন্ত্রী অধ্যাপক মাহবুবুরের স্বাস্থ্যের খোঁজখবর নেন। অনুদান দেওয়ায় অধ্যাপক মাহবুবুরের স্ত্রী আলেয়া ফেরদৌসী সরকারপ্রধানের প্রতি কৃতজ্ঞতা জানান।