ইউএস বাংলার সার্ভিসের মান মনিটরিং করতে বলেছে সংসদীয় কমিটি





সংসদীয় কমিটির বৈঠকবেসরকারি বিমান পরিবহন সংস্থা ইউএস-বাংলা সার্ভিসের মান মনিটরিং করতে বলেছে সংসদীয় কমিটি। এ বিষয়ে সিভিল এভিয়েশন অথরিটিকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ারও সুপারিশ করা হয়েছে। সোমবার (৮ অক্টোবর) সংসদ ভবনে অনুষ্ঠিত দশম জাতীয় সংসদের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়েছে। সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। কমিটি সূত্রে জানা গেছে, গত মার্চে নেপালের ত্রিভুবন বিমানবন্দরে বিধ্বস্ত হওয়ার ঘটনাসহ সাম্প্রতিক সময় ইউএস-বাংলার ছোটখাটো বেশ কিছু দুর্ঘটনার প্রেক্ষাপটে সংসদীয় কমিটির থেকে এ সুপারিশ এসেছে। কমিটির সভাপতি মুহাম্মদ ফারুক খানের সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত বৈঠকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী একেএম শাহ্জাহান কামাল, অধ্যাপক মো. আলী আশরাফ, মো. নজরুল ইসলাম চৌধুরী, কামরুল আশরাফ খান, মো. আফতাব উদ্দীন সরকার ও সাবিহা নাহার বেগম অংশ নেন।

বৈঠকে কমিটি সিভিল এভিয়েশন ও বাংলাদেশ পর্যটন করপোরেশনের প্রকল্পগুলোর মেয়াদ বৃদ্ধি না করা, প্রকল্পের জন্য নির্ধারিত অর্থ ও নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পগুলোর কাজ শেষ করার বিষয়ে মন্ত্রণালয়কে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে।
এছাড়া যেসব হজ এজেন্সি অনিয়মের সঙ্গে জড়িত তাদের লাইসেন্স বাতিল করার বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা নিতেও সুপারিশ করেছে কমিটি।
বৈঠকে বাংলাদেশ পর্যটন করপোরেশনে অস্থায়ী ভিত্তিতে নিয়োজিত কর্মচারীদের রাজস্ব খাতে স্থানান্তরের সুপারিশ দ্রুত বাস্তবায়নের জন্য মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়।