সৌদি আরব থেকে দেশে ফিরলেন আরও ১৯ নারী শ্রমিক





সৌদি আরব থেকে দেশে ফেরা এক নারী

সৌদি আরব থেকে এবার দেশে ফিরে এসেছেন ১৯ নারী শ্রমিক। সোমবার (১৫ অক্টোবর) দুপুর সাড়ে ১২টায় জেট এয়ারওয়েজের একটি বিমানে তারা দাম্মাম থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান। বিমানবন্দরের প্রবাসকল্যাণ ডেস্কের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।
ফিরে আসা ঝুমুর নামের এক নারী শ্রমিক বলেন, ‘আমরা সৌদি আরবের দাম্মাম থেকে ১৯ জন আজকে দেশে ফিরেছি। ফিরে আসা নারী কর্মীদের সবাই গৃহকর্মীর কাজ করতো সৌদি আরবে।’
সৌদি থেকে ফেরত কয়েকজন নারী অভিযোগ করেন, কুয়েত-সৌদির সীমান্ত এলাকা হাফার আল বাতানের একটি থানায় বেশকিছু বাংলাদেশি নারী গৃহশ্রমিককে আটকে রেখে পুলিশ নির্যাতন করেছে। এমনকি থানায় আসার আগেও তারা বিভিন্নভাবে নিয়োগকর্তাদের অমানুষিক নির্যাতনের শিকার হন বলে দাবি করেন তারা।
এসব নারী শ্রমিককে ফিরিয়ে আনার দাবিতে গত ১১ সেপ্টেম্বর ঢাকায় মানববন্ধন করেন মানবাধিকারকর্মী সোনিয়া দেওয়ান প্রীতি। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সৌদি আরব থেকে দুপুরবেলা ঝুমুর, দিপালী, রেবেকা, আয়েশা, শাহ্নাজসহ ১৯ জন দেশে ফিরেছেন। তারা নানভাবে নির্যাতনের শিকার হন সেদেশে। দেশে ফেরার পর প্রথমে তাদের সঙ্গে খাবার খেয়েছি। এরপর তারা যার যার বাড়িতে চলে গেছেন।’
সাম্প্রতিক সময়ে নারী শ্রমিকদের দেশে ফেরার ঢল নেমেছে। তাদের প্রায় সবারই অভিযোগ, কাজ করে টাকাপয়সা না পাওয়াসহ নানা ধরনের নির্যাতনের শিকার হয়েছেন।