শারদীয় দুর্গোৎসবের মহাষ্টমী ও কুমারী পূজা আজ

কুমারী পূজা, ফাইল ছবিশারদীয় দুর্গাপূজার মহাঅষ্টমী ও কুমারী পূজা হবে আজ বুধবার (১৭ অক্টোবর)। রাজধানীর রামকৃষ্ণ মিশনসহ সারাদেশে কয়েকটি স্থানে মহাঅষ্টমীর দিনে কুমারী পূজা হবে।

বুধবার মহাষ্টমীতে সকাল ৯টা ৫৭ মিনিটের মধ্যে মহাষ্টমীর বিহিত পূজা, দুপুরে মহাষ্টমীর মহাপ্রসাদ বিতরণ এবং কেন্দ্রীয় কারাগারে কারাবন্দিদের মধ্যে বেলা ১১টায় খাদ্য বিতরণ করা হবে।
জাতীয় পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি সাংবাদিক স্বপন কুমার সাহা বলেন, শারদীয় দুর্গোৎসবের দ্বিতীয় দিন আজ সকালে ঢাকেশ্বরী জাতীয় মন্দির মেলাঙ্গণে মহাসপ্তমীর বিহিত পূজা ও দুপুরে ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়। এছাড়া বেলা সাড়ে ১০টায় দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ করা হয়।

১৫ অক্টোবর ষষ্ঠীপূজার মধ্য দিয়ে শুরু হওয়া দুর্গোৎসব শেষ হবে আগামী ১৯ অক্টোবর।