সৌদি আরব থেকে দেশে ফিরলেন আরও ৮০ শ্রমিক

 

44174421_557695027993430_237129151616647168_n

সৌদি আরব থেকে দেশে ফিরেছেন আরও ৮০ জন পুরুষ শ্রমিক। বুধবার (১৭ অক্টোবর) দুপুরে সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান। ইমিগ্রেশন সূত্রে জানা গেছে, তারা সবাই সৌদি আরবের দাম্মামের ডিপোর্ট সেন্টারে (সফর জেলে) দেশে ফেরার অপেক্ষায় ছিলেন।

বিমানবন্দরের প্রবাসীকল্যাণ ডেস্কের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা ৮০ শ্রমিকের দেশে ফেরার বিষয়টি নিশ্চিত করেছেন।

এ নিয়ে এ মাসে দেশে ফিরলেন ৫৫৮ জন পুরুষ শ্রমিক। এর আগে ১০ অক্টোবর ১০৭ জন, ৭ অক্টোবর ১১০ জন, ৫ অক্টোবর ১১৭ জন এবং ৩ অক্টোবর ১৪৪ জন পুরুষ শ্রমিক দেশে ফেরেন।
তবে এর বাইরে আরও কয়েকটি ফ্লাইটে সৌদি আরব থেকে পুরুষ শ্রমিকদের ফেরত আসার খবর বিভিন্ন অসমর্থিত মাধ্যম থেকে জানা গেছে।

দেশে ফিরে আসা শ্রমিকদের অভিযোগ, সৌদি পুলিশ রাস্তা থেকে ধরে ধরে দেশে পাঠিয়ে দিচ্ছে।

সৌদি আরব থেকে দেশে ফেরা টাঙ্গাইলের আইনুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘দাম্মামের সফর জেল থেকে আজকে ৮০ জনকে দেশে পাঠিয়েছে। আমরা এক-একজন বিভিন্ন সময় পুলিশের কাছে ধরা দিয়ে এসেছি। এছাড়া পুলিশ রাস্তায় বিদেশি শ্রমিক দেখলেও ধরে নিয়ে যাচ্ছে। ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, ফিলিপাইন যে দেশেরই হোক না কেন বৈধ কাগজপত্র থাকলেও ধরে নিয়ে যাচ্ছে। কেউ সঙ্গে করে ব্যাগ নিয়ে আসারও সুযোগ পাচ্ছে না।’

নড়াইলের শেখ নজরুলের অভিযোগ, চা খেতে যাওয়ার সময় পুলিশ ধরে নিয়ে যায় তাকে। আকামার মেয়াদ ডিসেম্বর পর্যন্ত থাকলেও তা আমলে নেয়নি পুলিশ। এক মাসের বেতন সেদেশে রেখে চলে আসতে হয়েছেন তিনি।