ব্যারিস্টার মঈনুল হোসেনকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান ১৫ বিশিষ্ট নাগরিকের

ব্যারিস্টার মইনুল হোসেন (ফাইল ছবি)দৈনিক আমাদের অর্থনীতির নির্বাহী সম্পাদক ও কলামিস্ট মাসুদা ভাট্টিকে ‘চরিত্রহীন’ বলায় ব্যারিস্টার মঈনুল হোসেনকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়ে বিবৃতি দিয়েছেন দেশের ১৫ জন বিশিষ্ট নাগরিক। শনিবার (২০ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তারা এই আহ্বান জানান। 

গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে বিশিষ্টজনরা বলেন, একাত্তর টেলিভিশনে ব্যারিস্টার মঈনুল হোসেনকে একটি প্রশ্ন করার পরিপ্রেক্ষিতে তিনি মাসুদা ভাট্টিকে চরিত্রহীন বলে মন্তব্য করেছেন। আমরা এর তীব্র নিন্দা জানাই।

বিবৃতিতে স্বাক্ষর করেছেন, জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান, কথাসাহিত্যিক ও শিক্ষাবিদ হাসান আজিজুল হক, শিক্ষাবিদ অনুপম সেন, নাট্য ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার, আতাউর রহমান,  ফেরদৌসী মজুমদার, আলী যাকের, মামুনুর রশীদ, নাসির উদ্দীন ইউসুফ, তারিক আলী, সারা জাকের, শিমূল ইউসুফ, কবি মুহাম্মদ সামাদ, আবৃত্তিকার  হাসান আরিফ ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব গোলাম কুদ্দুস।