জাতীয় নিরাপদ সড়ক দিবস সোমবার

single pic template-1 copy‘জাতীয় নিরাপদ সড়ক দিবস’ সোমবার (২২ অক্টোবর)। সড়ক নিরাপত্তা সংক্রান্ত জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে নানা কর্মসূচির মধ্য দিয়ে এ বছর দেশে দ্বিতীয় বারের মতো দিবসটি পালিত হবে। দিবসটি উপলক্ষ্যে জেলা ও উপজেলার পাশাপাশি কেন্দ্রীয়ভাবে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। দিবসটিতে এবারের প্রতিপাদ্য ‘আইন মেনে চলবো, নিরাপদ সড়ক গড়বো’।
শ্রমঘণ্টা না মেনে একটানা পাঁচ ঘণ্টার বেশি মোটরযান চালানো, বেপরোয়া গতি, অতিরিক্ত যাত্রী বা ওজন বহন, অননুমোদিত ওভারটেকিং, ট্রাফিক আইন না মানা- সড়ক দুর্ঘটনার প্রধান কারণ। এসব প্রেক্ষাপটে এবারের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন অথরিটি (বিআরটিএ)। দিবসটি উপলক্ষ্যে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন।
চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের নেতৃত্বে গড়ে উঠা ‘নিরাপদ সড়ক চাই (নিসচা)’ দীর্ঘ ২৩ বছর ধরে সড়ককে নিরাপদ করার লক্ষ্যে আন্দোলন করে আসছে। এই আন্দোলনের ধারাবাহিকতায় গত বছরের ৫ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে ২২ অক্টোবরকে ‘জাতীয় নিরাপদ সড়ক দিবস’ ঘোষণা করা হয়। এ বছর দ্বিতীয় বারের মতো দিবসটি জাতীয়ভাবে পালিত হবে।
জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের নেতৃত্বাধীন সংগঠন ‘নিরাপদ সড়ক চাই’ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। একইভাবে বাংলাদেশ সড়ক পরিবহন অথরিটি (বিআরটিএ) নানা কর্মসূচি গ্রহণ করেছে। দিবসটি উপলক্ষ্যে আগামীকাল সকাল সাড়ে ১০টায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। পাশাপাশি বেলা সাড়ে ১১টায় কৃষিবিদ ইনস্টিটিউটে অনুষ্ঠিত হবে আলোচনা সভা।