গণমাধ্যম আর সংকুচিত হবে না: তথ্যমন্ত্রী



তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু (ফাইল ছবি: ফোকাস বাংলা)ডিজিটাল জগতে উৎপাত ও সাম্প্রদায়িকতার বিস্তার ঠেকাতে সংবাদমাধ্যমকে সরকারের সঙ্গে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। তিনি বলেন, ‘বিকশিত গণমাধ্যম আর সংকুচিত হবে না। সাংবাদিকরা নির্ভয়ে কাজ করুন।’ রবিবার (২১ অক্টোবর) বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট মিলনায়তনে ‘বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রে’র তৃতীয় জাতীয় সম্মেলনে তিনি এসব কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার যখন গণতন্ত্র ও গণমাধ্যমকে স্মরণকালে সবচেয়ে বিকশিত করছে, উগ্রবাদ ও সাম্প্রদায়িকতাই তখন গণতন্ত্র, গণমাধ্যম ও সমাজের জন্য সবচেয়ে বড় হুমকি হিসেবে দাঁড়িয়েছে।’ তিনি বলেন, ‘যেকোনও আইন পরীক্ষা করা যায়, সংশোধন করা যায়। আমি আশ্বস্ত করতে পারি, গণমাধ্যমের বিরুদ্ধে কাজে লাগানোর জন্য এ আইন নয়।’
অন্যান্যের মধ্যে বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের সাধারণ সম্পাদক পারভীন সুলতানা ঝুমা এবং কোষাধ্যক্ষ আখতার জাহান মালিক অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
একইদিন বিকেলে রাজধানীর শাহবাগে গণগ্রন্থাগার সেমিনার হলে পৃথক একটি অনুষ্ঠানে বঙ্গবন্ধু লেখক পরিষদের উদ্যোগে মঞ্জুরুল আলম ‘বঙ্গবন্ধুর সাতই মার্চের ভাষণ ও বাঙালির জন্ম ইতিহাস’ এবং আসমা জামান সম্পাদিত ‘জনগণমন নন্দিত নেত্রী শেখ হাসিনা’ বই দুটির মোড়ক উন্মোচন করেন তথ্যমন্ত্রী।