‘৮১ রাষ্ট্রীয় মালিকানাধীন কারখানা বেসরকারি খাতে হস্তান্তর’

সংসদ অধিবেশন (ফাইল ফটো)সংসদের কাজে প্রধানমন্ত্রীর কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, প্রাইভেটাইজেশন কমিশন গঠনের পর থেকে এখন পর্যন্ত কমিশনের সুপারিশে ৮১টি রাষ্ট্রীয় মালিকানাধীন মিল কারখানা বেসরকারি খাতে হস্তান্তর করা হয়েছে। রবিবার (২১ অক্টোবর) জাতীয় সংসদে সরকারি দলের আ ফ ম বাহাউদ্দিন নাসিমের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
মন্ত্রীর তথ্য অনুযায়ী, হস্তান্তরিত মিল কারখানার মধ্যে ১৯টি শিল্প মন্ত্রণালয়ের অধীন, চারটি মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অধীন, ৩০টি বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীন, পাঁচটি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অধীন, শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের সরকারি শেয়ার হস্তান্তরের মাধ্যমে ২০টি এবং অর্থ মন্ত্রণালয়ের আওতাধীন রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের সরকারি শেয়ার হস্তান্তরের মাধ্যমে তিনটি প্রতিষ্ঠান বেসরকারিকরণ করা হয়েছে।