মৎস্য গবেষণা ইনস্টিটিউট বিল সংসদে উত্থাপন

সংসদ অধিবেশন (ফাইল ফটো)জাতীয় সংসদে রবিবার (২১ অক্টোবর) ‘বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট বিল-২০১৮’ উত্থাপন করা হয়েছে। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ বিলটি উত্থাপন করলে তা পরীক্ষা করে তিনদিনের মধ্যে সংসদে প্রতিবেদন দেওয়ার জন্য মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটিতে পাঠানো হয়। এর আগে গত ১৩ আগস্ট প্রস্তাবিত আইনটি মন্ত্রিসভায় অনুমোদিত হয়।
এই ইনস্টিটিউট ১৯৮৪ সালের একটি অর্ডিন্যান্স দ্বারা প্রতিষ্ঠিত হয় যার প্রধান সদর দফতর ময়মনসিংহে। প্রস্তাবিত আইন অনুযায়ী, এটি একটি কাউন্সিলের মাধ্যমে পরিচালিত হবে। ইনস্টিটিউটে একজন মহাপরিচালক থাকবেন যিনি সার্বক্ষণিক নির্বাহী প্রধান হিসেবে কাজ করবেন।
এছাড়া ইনস্টিটিউটের একটি পরিচালনা বোর্ড থাকবে। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী পদাধিকার বলে এই পরিচালনা বোর্ডের চেয়ারম্যান। প্রতিমন্ত্রী বা উপমন্ত্রী থাকলে তারা ভাইস চেয়ারম্যান। স্পিকার মনোনীত দু’জন সংসদ সদস্য, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিসি বোর্ডের ভাইস চেয়ারম্যান এবং নির্বাহী চেয়ারম্যান বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের মহাপরিচালক এর সদস্য থাকবেন। ইনস্টিটিউটের মহাপরিচালক বোর্ডের সদস্যসচিব হবেন।
প্রস্তাবিত আইনে ইনস্টিটিউটে কর্মরত বৈজ্ঞানিক কর্মকর্তা বা তদুর্ধ্ব পর্যায়ের বৈজ্ঞানিক কর্মকর্তা, কোনও ব্যক্তি বা প্রতিষ্ঠানকে বিজ্ঞান, প্রযুক্তি, মৎস্য শিল্প স্থাপন, অনুসন্ধান বা পরামর্শ দিলে বোর্ড নির্ধারিত হারে ফি প্রাপ্য হবেন।