‘মানুষের শান্তিতে বসবাসের জন্য যা যা দরকার সবই করবো’

গণভবনে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাপ্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশের মানুষকে কেউ জ্বালিয়ে-পুডিয়ে মারবে এমন ঘটনা প্রতিরোধে যা যা করার দরকার সবই করবো। মানুষ যেন শান্তিতে বসবাস করতে পারেন, নিরাপদে বসবাস করতে পারেন সেজন্য প্রয়োজনীয় সবই পদক্ষেপ নেবো। যতক্ষণ বেঁচে আছি দেশের মানুষের শান্তিতে বসবাসের জন্য যা যা করার দরকার সবই করবো।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জাতীয় ঐক্যফ্রন্ট সিলেটের মাজার থেকে নির্বাচনি প্রচারণায় নামবে এটা খুবই ভালো কথা, তারা নির্বাচনে আসছে। তবে এর বাইরে কেউ যদি আবার অগ্নিসন্ত্রাস করতে চায়, বোমাবাজি করতে চায়, তাহলে সরকারের পক্ষ থেকে যা যা করার দরকার তা তো করবোই, বাংলাদেশের জনগণও রুখে দাঁড়াবে। আমি জনগণের প্রতি সেই আহ্বান জানাবো।
জাতীয় ঐক্যফ্রন্টের সিলেট সমাবেশকে ঘিরে মানুষের মধ্যে নাশকতার শঙ্কা তৈরি হয়েছে, এ বিষয়ে মানুষকে কীভাবে আশ্বস্ত করবেন- গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, এ ধরনের (নাশকতা) ষড়যন্ত্র হলে জনগণ যেন রুখে দাঁড়ায়। তাহলে আর কেউ কিছু করতে পারবে না। জনগণের ক্ষমতায়নে আমি বিশ্বাস করি। কারণ এ দেশে জঙ্গিবাদ সৃষ্টির চেষ্টা করা হয়েছিল। আজকে দেশে জঙ্গিবাদ নিয়ন্ত্রণ করতে পেরেছি। এ ক্ষেত্রে গোয়েন্দা বাহিনী ও আইনশৃঙ্খলা সংস্থাগুলো সচেতন ছিল, সব রকমের ব্যবস্থা তারা নিয়েছে। সেই সঙ্গে দেশের মানুষও সচেতন ছিল। জনগণ সচেতন ছিল বলেই সম্মিলিত প্রচেষ্টার ফলে জঙ্গিবাদ ও নাশকতা মোকাবিলা করা সম্ভব হয়েছে।