বাংলাদেশ-সৌদি আরবের সম্পর্কে গুণগত পরিবর্তন হয়েছে: প্রধানমন্ত্রী





প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ছবি: সংগৃহীত)
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যকার সম্পর্কের ক্ষেত্রে গুণগত পরিবর্তন হয়েছে। এর আগে আমরা আরও লোক দেওয়ার দাবি নিয়ে আলোচনা করতাম। এখন আমরা তাদের বিনিয়োগ করার আহ্বান জানাই। ব্যবসা-বাণিজ্য করি। সাংস্কৃতিক বিনিময় হয়। বিনিয়োগ ও সহযোগিতা চাই।

সোমবার (২২ অক্টোবর) গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলন বেসরকারি একুশে টিভির সিইও মনজুরুল আহসান বুলবুলের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রীর সৌদি আরব সফর নিয়ে গণভবনে এ অনুষ্ঠিত হয়।গত ১৬ অক্টোবর থেকে ১৯ অক্টোবর পর্যন্ত সৌদি সফর করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুলবুল সামরিক সহযোগিতার প্রশ্নে বাংলাদেশ সৌদি আরবের চুক্তি হচ্ছে কিনা জানতে চান।
প্রধানমন্ত্রী বলেন, ‘সীমান্তে মাইন অপসারণে সৌদি আরবের বাংলাদেশের সহযোগিতা চেয়েছে। আমরা এরই মধ্যে সহযোগিতা করছি। আর সৌদি আরবের সেনাবাহিনীর অভ্যন্তরীণ কিছু কন্সট্রাকশন কাজের ক্ষেত্রেও আমরা সহযোগিতা করছি।’ এক্ষেত্রে তিনি জানান, বাংলাদেশ সেনাবাহিনীতে একটি আলাদা কন্সট্রাকশন ব্যাটেলিয়ন প্রতিষ্ঠা করা হয়েছে। যা দেশের উন্নয়নে প্রভূত অবদান রাখছে। এ ব্যাটেলিয়ন হাতিরঝিল প্রকল্প থেকে শুরু করে অনেক প্রকল্পে সম্পৃক্ত রয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, ‘যুদ্ধ-পরবর্তী কুয়েত পুনর্গঠনে আমাদের সেনাবাহিনী সহযোগিতা করেছে, একইভাবে সৌদি আরবেও সহযোগিতাও করে যাচ্ছে।’
দারিদ্র্যের হার কমানোর বিষয়ে আরেক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘সরকার সহযোযগিতা করে হতদরিদ্রের সংখ্যা কমিয়ে আনছে। এর আগে দারিদ্র্যের হার ৪০ থেকে কমিয়ে ২১-এ আনা হয়েছে। পর্যায়ক্রমে আরও কমিয়ে আনা হবে।’