ভিজিডি প্রোগ্রামের প্রশংসা করলেন রিচার্ড রিগান

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকির হাতে লেটার অব অ্যাপ্রিসিয়েশন তুলে দেন রিচার্ড রিগানসামাজিক নিরাপত্তা কর্মসূচির (ভিজিডি প্রোগ্রাম) সুবিধা ভোগীর সংখ্যা বাড়ায় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর প্রশংসা করেছেন ডব্লিউএফপি’র নবনিযুক্ত কান্ট্রি প্রতিনিধি রিচার্ড রিগান। মঙ্গলবার (২৩ অক্টোবর) মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি’র সঙ্গে বাংলাদেশ সচিবালয়ে তার অফিস কক্ষে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এই প্রশংসা করেন।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাছিমা বেগম, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাহমুদা শারমীন বেনু।

সাক্ষাতের সময় রিচার্ড রিগান হতদরিদ্র নারীদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক বাস্তবায়িত বাংলাদেশের ভিজিডির সুবিধা ভোগীর সংখ্যা বাড়ানোয় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকিকে বিশেষ ধন্যবাদ দেন। এ সময়  তার হাতে লেটার অব অ্যাপ্রিসিয়েশন (প্রশংসা পত্র) তুলে দেন।