সন্তানকে বুকের দুধ দিন, স্তন ক্যানসারের ঝুঁকি এড়িয়ে চলুন: চুমকি

মেহের আফরোজ চুমকি (ফাইল ফটো)মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন, ব্রেস্ট ক্যানসার বর্তমানে নারীদের জন্য একটি ঝুঁকিপূর্ণ রোগ। এজন্য নিজেকে সচেতন হতে হবে এবং নিয়মিত ডাক্তার দেখাতে হবে। আর এ ঝুঁকি এড়াতে হলে সন্তানকে নিয়মিত বুকের দুধ খাওয়াতে হবে।
রবিবার (২৮ অক্টোবর) রাজধানীর বেইলি রোডে জাতীয় মহিলা সংস্থার আয়োজনে, জাতীয় মহিলা সংস্থার বেগম ফজিলাতুন্নেছা মুজিব অডিটরিয়ামে ব্রেস্ট ক্যানসার বিষয়ে নারীদের সচেতন করার লক্ষ্যে এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।
জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান অধ্যাপক মমতাজ বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাছিমা বেগম, বাংলাদেশ ক্যানসার সোসাইটির প্রকল্প পরিচালক অধ্যাপক ডা. গোলাম মহিউদ্দিন ফারুক উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জাতীয় মহিলা সংস্থার নির্বাহী পরিচালক বেগম জাহানারা পারভীন।
অনুষ্ঠানে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাছিমা বেগম সকলকে ব্রেস্ট ক্যানসার সম্পর্কে সচেতন এবং কোনও প্রকার লজ্জা না করে কিছু দিন পরপর ডাক্তার দেখানোর পরামর্শ দেন।
এছাড়া বেশি ফলমূল ও আঁশ জাতীয় খাবার খাওয়ার পরামর্শ দেন অধ্যাপক মমতাজ বেগম। তিনি বাল্যবিয়ে প্রতিরোধে সকলকে সচেষ্ট থাকার আহ্বান জানিয়ে বলেন, বাল্যবিয়ের ফলে মেয়েদের স্বাস্থ্যগত ঝুঁকি বেশি থাকে।