সড়কে শৃঙ্খলা ও জীবনের নিরাপত্তার জন্য ট্রাফিক আইন মানুষের কাছে নিয়ে যেতে হবে: আইজিপি

প্রশিক্ষণ সমাপ্ত করা সার্জেন্টদের মধ্যে বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারীদের হাতে পদক তুলে দেন আইজিপিপুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেছেন, ‘সড়কে শৃঙ্খলা ও জীবনের নিরাপত্তার জন্য ট্রাফিক আইন মানুষের কাছে নিয়ে যেতে হবে। পথচারী, শিশু ও বৃদ্ধদের রাস্তা পারাপারে সহায়তা করে ন্যায়, নিষ্ঠা ও সততার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।’ শনিবার (১০ নভেম্বর) দুপুরে বাংলাদেশ পুলিশ একাডেমি সারদায় শিক্ষানবিশ ৬শ’ ৬৫ জন সার্জেন্টের এক বছর মেয়াদি মৌলিক প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আইজিপি এ আহ্বান জানান।

আইজিপি সদ্য প্রশিক্ষণ সমাপ্ত করা সার্জেন্টদের উদ্দেশে বলেন, ‘মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদের বিষয়ে জিরো টলারেন্স নীতি অনুসরণ করতে হবে। কোনওভাবে এসব বরদাস্ত করা যাবে না। এসব প্রতিরোধে যথেষ্ট গুরুত্ব দিয়ে নিজের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে। সব বাধা-বিপত্তি মোকাবিলা করে দেশের সেবায় জনগণের কল্যাণে কাজ করতে হবে।’

আইজিপি বলেন, ‘জনগণের জানমাল রক্ষার লক্ষ্যে অপরাধ নিয়ন্ত্রণ ও উদ্ঘাটন করা পুলিশের অন্যতম প্রধান দায়িত্ব। পেশাদারিত্বের সঙ্গে এ দায়িত্ব পালন করতে হবে। সব ধরনের লোভ-লালসা ও স্বজনপ্রীতির ঊর্ধ্বে থেকে জননিরাপত্তা বিধানে কাজ করতে হবে।’

তিনি বলেন, ‘একাডেমিক শিক্ষা ও প্রশিক্ষণ এক নয়। বাংলাদেশ পুলিশ একাডেমিতে এক বছরের মৌলিক প্রশিক্ষণ খুবই গুরুত্বপূর্ণ। প্রশিক্ষণকালে অর্জিত জ্ঞান নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে গ্রহণের মাধ্যমে আগামী দিনের যোগ্য পুলিশ কর্মকর্তা হিসেবে গড়ে তুলতে হবে।’

এর আগে আইজিপি ড. জাবেদ পাটোয়ারী সারদা ঐতিহাসিক প্যারেড মাঠ পরিদর্শন, অভিবাদন গ্রহণ করেন। এরপর বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারীদের হাতে পদক তুলে দেন।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশ একাডেমির অধ্যক্ষ মোহাম্মদ নাজিবুর রহমান এনডিসি, উপাধ্যক্ষ আবদুল্লাহ আল মাহমুদ বিপিএম, অতিরিক্ত ডিআইজি বাসুদেব বণিকসহ পুলিশের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা।