আগরতলায় যাবে বাংলাদেশি ট্রাক

মন্ত্রিপরিষদ সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ছবি: ফোকাস বাংলা) বাংলাদেশ থেকে পণ্যবাহী ট্রাক ও ট্রেলার সরাসরি ভারতের আগরতলা পর্যন্ত যেতে পারবে। সীমান্তে ট্রাক বদলের প্রয়োজন হবে না।

সোমবার (১২ নভেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগে বাংলাদেশ ও ভারতের মধ্যে স্বাক্ষরিত `অ্যাডেমডাম টু দ্য প্রোটোকল অন ইনল্যান্ড ওয়াটার ট্রানজিট অ্যান্ড ট্রেড'-এর খসড়ার ভূতাপেক্ষ অনুমোদন হয়েছে। এটি বাস্তবায়িত হলে বাংলাদেশ-আগরতলা সরাসরি পণ্যবাহী ট্রাক চলাচল শুরু হবে।

সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম প্রেস ব্রিফিং করে এ তথ্য জানান। এই খসড়ায় আরও কয়েকটি বিষয় উল্লেখ আছে বলেও জানান তিনি।

খসড়ায় আরও বলা আছে, সিলেটের জকিগঞ্জ থেকে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ এবং সিরাজগঞ্জ থেকে ভারতের দইখাওয়া- এই দুই রুটের দূরত্ব নৌপথে ৪৭০ কিলোমিটার। এই রুট খনন করা হবে। খনন কাজের ৮০ ভাগ ব্যয় বহন করবে ভারত এবং ২০ ভাগ বহন করবে বাংলাদেশ।

এছাড়াও, নৌ-জাহাজে কোনও নাবিক মারা গেলে তার লাশ দেশে ফিরিয়ে আনার ক্ষেত্রে জটিলতা সৃষ্টি হতো। নাবিকদের মরদেহ নিজ দেশে ফেরানোর প্রক্রিয়াও সহজ করা হয়েছে খসড়ায়।