তারামন বিবির মৃত্যুতে মন্ত্রিপরিষদের শোক

মন্ত্রীপরিষদের বৈঠক (ছবি: সংগৃহীত)বীরপ্রতীক খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা তারামন বিবিরি মৃত্যুতে শোক প্রকাশ করেছে মন্ত্রিসভা। সোমবার (৩ ডিসেম্বর) দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিপরিষদের বৈঠকে এ শোক জানানো হয়। পরে বিকাল ৫টার দিকে সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের এ তথ্য জানান।

গত শুক্রবার (৩০ নভেম্বর) রাত দেড়টার দিকে কুড়িগ্রামের রাজীবপুর উপজেলার কাচারিপাড়া গ্রামে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তারামন বিবি।

মন্ত্রিপরিষদ সচিব জানান, আজকের সভায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ জয়ী বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানানো হয়েছে। এছাড়া আজকের বৈঠকে শেখ হাসিনার বক্তৃতা নিয়ে তথ্য মন্ত্রণালয় কর্তৃক প্রস্তুত করা দুই খণ্ড বই প্রধানমন্ত্রীর হাতে তুলে দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

পদত্যাগ করা চারজন মন্ত্রীর বিষয়ে শফিউর আলম সাংবাদিকদের বলেন, ‘ তাদের বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত হয়নি। তারা সভায় উপস্থিত ছিলেন।’

উল্লেখ্য, আজকের বৈঠকটি বর্তমান সরকারের মন্ত্রিসভার শেষ বৈঠক। এটি এই সরকারের ২০৩ তম ও এ বছরের ৩৫তম বৈঠক।