ইসিতে ৭৮ জনের আপিল আবেদন মঞ্জুর, স্থগিত ৭

নির্বাচন কমিশনএকাদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা কর্তৃক বাতিল হওয়া মনোনয়নপত্রের বিষয়ে আপিল আবেদনের শুনানি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৭ ডিসেম্বর) ১৫০ জনের শুনানি অনুষ্ঠিত হয়।
১৬১ থেকে ৩১০ ক্রমিক পর্যন্ত আপিল আবেদনের শুনানি অনুষ্ঠিত হয় নির্বাচন কমিশনে (ইসি)। এতে আপিল আবেদন মঞ্জুর হয়েছে ৭৮ জনের। স্থগিত রাখা হয়েছে সাতজনের আবেদন। অন্যদের আপিল আবেদন নামঞ্জুর করা হয়েছে।
শনিবার (৮ ডিসেম্বর) সকালে অন্যদের শুনানি অনুষ্ঠিত হবে।