আফরোজা আব্বাসের মনোনয়নপত্র বৈধ, আমান উল্লাহ আমানের আপিল খারিজ

আফরোজা আব্বাস ও আমান উল্লাহ আমানঢাকা-৯ আসনে বিএনপি প্রার্থী আফরোজা আব্বাসের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। গত ২ ডিসেম্বর ঋণখেলাপি হিসেবে তার প্রার্থিতা স্থগিত করেন রিটার্নিং অফিসার। এ সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করেন তিনি। শুক্রবার (৭ ডিসেম্বর) আপিল শুনানি হলেও তা স্থগিত রাখা হয়। শনিবার (৮ ডিসেম্বর) সন্ধ্যায় শুনানির তৃতীয় দিনে আফরোজা আব্বাসের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে ইসি।
এদিকে ঢাকা-২ আসনে বিএনপির প্রার্থী আমান উল্লাহ আমানের মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে দায়ের করা আপিল খারিজ করেছে নির্বাচন কমিশন (ইসি)। ফলে তিনি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারবেন না।

আরও পড়ুন: যেসব আলোচিত প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হলো

               ঢাকা-১, ২ ও ৩ আসনে ১৬ জনের মনোনয়নপত্র বাতিল