দুর্নীতির বিরুদ্ধে শপথ নিলেন ডিএনসিসি’র কর্মকর্তা-কর্মচারীরা

আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষ্যে দুর্নীতির বিরুদ্ধে শপথ নিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) কর্মকর্তা-কর্মচারীরা। রবিবার (৯ ডিসম্বের) রাজধানীর গুলশান নগর ভবনে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে আয়োজিত শোভাযাত্রা শেষে শপথ নেন তারা।

শপথ বাক্য পাঠ করান ডিএনসিসির ভারপ্রাপ্ত মেয়র জামাল মোস্তফা। ভারপ্রাপ্ত মেয়রের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে শপথ নেন সবাই। 

সবাই একসঙ্গে শপথ বক্যে বলে উঠেন, ‘সশ্রদ্ধচিত্তে শপথ করছি যে, সততাই সর্বোত্তম নীতি’ এই মূল মন্ত্রে বিশ্বাসী হয়ে স্বাধীনতার চেতনা ধারণাপূর্বক একজন সৎ, নিষ্ঠাবান, ন্যায়পরায়ণ,সমাজ-সচেতন ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে নিজেকে গড়ে তোলার ব্রত হবো। আমি আরও অঙ্গীকার করছি যে, দেশ মানুষ ও সমাজের সেবায় নিজেকে নিয়োজিত রাখবো। জলবায়ু ও পরিবেশ সংরক্ষণ,দরিদ্র বিমোচন, কর্মসংস্থানের বিকাশ জনগণের জীবনমানের উন্নয়ন ও অর্থনৈতিক অগ্রগতির প্রধান প্রতিবন্ধক দুর্নীতি প্রতিরোধে এবং দুর্নীতির বিরুদ্ধে জনসচেতনতা গড়ে তোলার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করবো। আমি নিজে কোনও অন্যায় ও দুর্নীতি করবো না এবং কোনও অন্যায় ও দুর্নীতিকে প্রশ্রয় দেব না।’

জাতিসংঘ ২০০৩ সালে ৯ ডিসেম্বরকে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস হিসেবে ঘোষণা করে। প্রতিবছরের মতো এবারও পালন হচ্ছে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস। দুদক ২০০৭ সালে দিবসটি পালন শুরু করে। আর ২০০৮ সাল থেকে দিবসটি পালন হচ্ছে বাংলাদেশে।

এর আগে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ডিএনসিসি’র ভারপ্রাপ্ত মেয়র জামাল মোস্তফার সভাপতিত্বে কর্মসূচিতে উপস্থিত ছিলেন ডিএনসিসি’র সচিব রবীন্দ্রশ্রী বড়ুয়া, প্রধান সমাজ কল্যাণ ও বস্তি উন্নয়ন কর্মকর্তা, আবরাউল হাছান মজুমদার,প্রধান জনসংযোগ কর্মকর্তা এ এস এম মামুনসহ ডিএনসিসির কর্মকর্তা কর্মচারীরা।