ঢাকার ১৫ আসনে প্রতীক বরাদ্দ চলছে

প্রতীক বরাদ্দ চলছেএকাদশ জাতীয় নির্বাচনে রাজধানী ঢাকার ১৫টি আসনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ করছেন রিটার্নিং কর্মকর্তা ও ঢাকা বিভাগীয় কমিশনার কে এম আলী আজম।

সোমবার দুপুর পর্যন্ত ১৫টি আসনের মধ্যে ঢাকা-৪ এ ৯ জন, ৫ আসনে ১০ জন, ৬ আসনে ৮ জন, ৭ আসনে ১২ জন, ৮ আসনে ১৪ জন, ৯ আসনে ৭ জন, ১০ আসনে ৬ জন, ১১ আসনে ৮ জন, ১২ আসনে ৬ জন, ১৩ আসনে ১০ জন, ১৪ আসনে ৭ জন, ১৫ আসনে ১০ জন, ১৬ আসনে ৭ জন, ১৭ আসনে ১০ জন ও ১৮ আসন থেকে ৮ জনকে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।

প্রতীক বরাদ্দ পাওয়ার পর প্রার্থীরা নির্বাচনি প্রচার শুরু করতে পারবেন। তবে কেউ যেন নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন না করেন সে ব্যাপারে সবার সহযোগিতা চেয়েছেন।

সোমবার সকাল থেকে প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া চলছে।

প্রতীক নিচ্ছেন আওয়ামী লীগ প্রার্থী হাজী সেলিম প্রাথমিকভাবে মনোনয়নপত্র যাচাই-বাছাই, আপিল শুনানি ও সর্বশেষ মনোনয়ন প্রত্যাহারের পর যারা প্রতিদ্বন্দ্বিতা করার যোগ্য হয়েছেন, তাদেরকে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।

রিটার্নিং কর্মকর্তা ও ঢাকা বিভাগীয় কমিশনার কে এম আলী আজম প্রার্থীদের হাতে বরাদ্দকৃত প্রতীক তুলে দেন।

এসময় তিনি প্রার্থীদের উদ্দেশে বলেন, ‘প্রতীক পাওয়ার পর আপনারা নির্বাচনি প্রচারে নামতে পারবেন। আমাদের অনুরোধ থাকবে, প্রচার শুরুর আগে আচরণ বিধি ভালোভাবে পড়বেন এবং মেনে চলবেন। আপনাদের সহযোগিতা পেলে ৩০ ডিসেম্বর অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করা সম্ভব হবে।’