৭ দিন আগে সব আসনে ব্যালট পৌঁছে যাবে: ইসি সচিব

নির্বাচন কমিশন কার্যালয়ে ইসি সচিবএকাদশ জাতীয় নির্বাচনের ৭ দিন আগে সব আসনে ব্যালট পেপার পৌঁছে যাবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সচিব হেলালুদ্দীন আহমদ। একইসঙ্গে ২৪ ডিসেম্বর থেকে ২ জানুয়ারি পর্যন্ত সেনাবাহিনী মাঠে থাকবে বলে জানান তিনি।

শুক্রবার বিকালে আগারগাঁও নির্বাচন কমিশন কার্যালয়ে সাংবাদিকদের এসব কথা জানান তিনি।

ইসি সচিব বলেন, ‘আমাদের সব প্রস্তুতি প্রায় সম্পন্ন। শুধু মাঠপর্যায়ে প্রিজাইডিং ও পোলিং অফিসারদের প্রশিক্ষণ বাকি রয়েছে। প্রস্তুতির মধ্যে আরেকটা বিষয় রয়ে গেছে, তা হলো ব্যালট পেপার তৈরি করা।’ নির্বাচনের ৭ দিন আগে ৩০০ আসনে ব্যালট পেপার পৌঁছাতে সক্ষম হবো। কিছু কিছু এলাকা সম্পর্কে মহামান্য হাইকোর্টেরর নির্দেশনা আসতেছে। সেগুলো সমন্বয় করে ব্যালট পেপার তৈরি করা হবে। যেসব আসনে সমস্যা নেই সেগুলোতে তৈরি করা শুরু করেছি। অন্যগুলো যথাযথ সময়ে তৈরি করে এলাকায় পৌঁছে দেওয়া সম্ভব হবে।’

তিনি বলেন, ‘২৪ ডিসেম্বর থেকে ২ জানুয়ারি পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনী মাঠে থাকবে। তারা থাকবে সিভিল অ্যাডমিনস্ট্রেশনকে সহযোগিতা করতে। স্বাভাবিকভাবে তারা রিটার্নিং অফিসারদের সঙ্গে সমন্বয় করে কাজ করবেন। নির্বাচনে তিন ধরনের বিচারক মাঠে থাকবে। ৬৫২ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট আচরণবিধি প্রতিপালনে কাজ করছেন, ২৪৬ জন জয়েন্ট ডিস্ট্রিক্ট জজ অনিয়ম খতিয়ে দেখছেন। নির্বাচনের সময় চারদিন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট থাকবেন ৬৪০ জন। এছাড়া বিভিন্ন বাহিনীর সঙ্গে হাজার খানেক নির্বাহী ম্যাজিস্ট্রেট থাকবেন। তারাই বিচারিক দায়িত্ব পালন করবেন। আলাদাভাবে কাউকে বিচারিক ক্ষমতা দেয়ার সুযোগ নেই।’

প্রার্থীদের অভিযোগের পরিপ্রক্ষিতে কিছু ঘটনার তদন্তে সত্যতা পাওয়া যায়নি বলে জানান ইসি সচিব। প্রার্থীদের অভিযোগগুলোর বিষয়ে কী ব্যবস্থা নেওয়া হচ্ছে, এমন প্রশ্নে তিনি বলেন, ‘আমরা প্রতিটি অভিযোগ গুরুত্ব সহকারে আমলে নিচ্ছি। সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাদের জানাচ্ছি। সেগুলোর তদন্ত হচ্ছে। কিছু তদন্ত প্রতিবেদন আমরা হাতে পেয়েছি। যেগুলোতে দেখা গেছে, এসব অভিযোগ আদৌ সত্য নয়। বাকিগুলোর তদন্ত প্রতিবেদন পাওয়ার অপেক্ষায় আছি। প্রতিবেদন পেলে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।