রাজনৈতিক দলগুলোর মধ্যে হৃদ্যতা নেই: মোহাম্মদ শাহনেওয়াজ

সাবেক নির্বাচন কমিশনার মোহাম্মদ শাহনেওয়াজ

বর্তমানে রাজনৈতিক দলের মধ্যে হৃদ্যতা নেই বলে মন্তব্য করেছেন সাবেক নির্বাচন কমিশনার মোহাম্মদ শাহনেওয়াজ। দেশের শীর্ষস্থানীয় অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউনের আয়োজন ‘নির্বাচনি সহিংসতা’ শীর্ষক বৈঠকিতে অংশ নিয়ে তিনি একথা বলেন। বৈঠকির সহযোগিতায় রয়েছে ইন্সটিটিউট অফ ইনফরমেটিক্স অ্যান্ড ডেভেলপমেন্ট (আইআইডি)। 

মোহাম্মদ শাহনেওয়াজ বলেন, ‘আমাদের সময় আমরা ব্যস্ত ছিলাম অন্য ধরনের সহিংসতায়। ওই সময় আমাদের ব্যালট পাঠাতে হয়েছে বিজিবি দিয়ে, আর্মি দিয়ে।’

তিনি বলেন, ‘এবার আমরা আশা করেছিলাম, সব দল যেহেতু নির্বাচনমুখী, সবার মধ্যে একটা উৎসাহ-উদ্দীপনা থাকবে।’

তিনি আরও বলেন, ‘প্রার্থিতা প্রত্যাহারের পর থেকে সারাদেশ থেকে কিছু অভিযোগ উঠেছে, পাল্টা অভিযোগও এসেছে; দুই পক্ষ থেকেই। একপক্ষে একটু বেশি; যারা সরকারে নেই।’

একই প্রসঙ্গে মোহাম্মদ শাহনেওয়াজ বলেন, ‘এই যে ট্রেন্ড, তা হঠাৎ করে হয়নি। এটা গত ১০-১৫ বছর ধরে দেখেন, দলগুলোর মধ্যে হৃদ্যতা নেই, সামাজিকতা নেই –এমন একটা অবস্থার মধ্যে চলে গেছে।’

তিনি বলেন, ‘আমাদের সময় আমরা দেখেছি, রাজনৈতিক ব্যক্তিত্বরা নির্বাচনকালীন একটি সুন্দর পরিবেশ তৈরি করতেন; দল-মত আলাদা থাকলেও। আজকে দল-মত আলাদা হলে সামাজিকতা পর্যন্ত আলাদা হয়ে যায়। এই যে ঘৃণা তৈরি হয়েছে, এটা দু-এক বছরে তৈরি হয়নি। এই অবস্থার মধ্যে আমরা বিরাজ করছি।’

সাবেক এই নির্বাচন কমিশনার বলেন, ‘আগে থেকেই নারীরা অনেকটা একঘরে হয়ে ছিলেন। আমাদের দেশে অর্ধেকের বেশি নারী ভোটার। অথচ সে তুলনায় অল্প কিছু মনোনয়নপ্রত্যাশী নারীকে মনোনয়ন দিয়েছে বিভিন্ন দল।’

মঙ্গলবার (১৮ ডিসেম্বর) বিকাল সাড়ে ৪টা থেকে শুরু হয়েছে বাংলা ট্রিবিউন বৈঠকি। রাজধানীর শুক্রাবাদে বাংলা ট্রিবিউন স্টুডিও থেকে এ আয়োজন সরাসরি সম্প্রচার করছে এটিএন নিউজ। পাশাপাশি বাংলা ট্রিবিউনের ফেসবুক ও হোমপেজে লাইভ দেখা যাচ্ছে বাংলা ট্রিবিউন বৈঠকি। এটিএন নিউজের প্রধান নির্বাহী মুন্নী সাহার সঞ্চালনায় এ আয়োজনে আরও অংশ নিয়েছেন– আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, ঐক্যফ্রন্টের নির্বাচন সমন্বয় কমিটির প্রধান সমন্বয়ক ও গণফোরামের প্রেসিডিয়াম সদস্য জগলুল হায়দার আফ্রিক, ইন্সটিটিউট অফ ইনফরমেটিক্স অ্যান্ড ডেভেলপমেন্টের (আইআইডি) নির্বাহী প্রধান সাঈদ আহমেদ, বেসরকারি টেলিভিশন চ্যানেল ডিবিসি’র সম্পাদক জায়েদুল আহসান পিন্টু এবং বাংলা ট্রিবিউন সম্পাদক জুলফিকার রাসেল।

আরও পড়ুন– নির্বাচনি সহিংসতা মানুষের ওপর প্রভাব ফেলছে: সাঈদ আহমেদ